মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, জারি হল বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এবার ফের সুখবর! ইতিমধ্যেই মালদা জেলার গ্রামে গ্রামে “স্বাস্থ্য কর্মী” নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা শাসক দফতর। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন শূন্যপদগুলিতে।

পাশাপাশি, ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পর প্রিন্ট কপি অফিসে জমা করারও প্রয়োজন নেই। তবে, আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বর্তমান প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত স্বাস্থ্য কর্মী (আশা) পদে এই নিয়োগ সম্পন্ন হবে। যেখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ২১৩ টি। এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদেরকে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

পদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে এবং সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। পাশাপাশি, প্রার্থীদের অবশ্যই মহিলা হতে হবে এবং তাঁদের বিবাহিত /বিবাহবিচ্ছেদ/ বিধবা হতে হবে। এছাড়াও, যে সাব সেন্টারে শূন্যপদ রয়েছে সেখান কার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের।

এই নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ছাড়াই প্রথমে মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর সেই মেরিট লিস্ট অনুযায়ী ইন্টারভিউতে ডাক পাবেন প্রার্থীরা। শেষে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।

ASHA Karmi 1

আবেদনের সময়ে প্রার্থীদের যেসমস্ত ডকুমেন্টস দিতে হবে সেগুলি হল: মাধ্যমিকের Admit বা বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, ঠিকানার প্রমাণপত্র ( প্রধানের সুপারিশকৃত) এবং কাস্ট সার্টিফিকেট।

এই শূন্যপদগুলি পূরণের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে গত ১০ ফেব্রুয়ারি ২০২২ থেকে এবং আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত। পাশাপাশি, মালদা জেলার বিভিন্ন ব্লকে এই নিয়োগ সম্পন্ন হবে।

অফিসিয়াল নোটিশের লিঙ্ক: https://www.malda.gov.in/sites/default/files/notice/2022-02/ASHA%20Notification_2022_0.pdf

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর