১০ টাকায় হেলিকপ্টার ভ্রমণ! টোটোচালক গৌতমের কীর্তিতে হইহই চাকদহতে

বাংলাহান্ট ডেস্ক : আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জীবনে একটিবার আকাশপথে ভ্রমণ করতে চান। কিন্তু সাধ থাকলেই তো হল না, সাধ্যও থাকা চাই। সেইসব মানুষদের কথা চিন্তা করে চাকদহের (Chakdaha) গৌতম মালাকার বের করেছেন এক অভিনব পন্থা। তিনি মাত্র ১০ টাকাতেই দিচ্ছেন হেলিকপ্টারে চড়ার স্বাদ। গৌতম বাবুর এই হেলিকপ্টার চড়ে আপ্লুত বহু মানুষ।

শুনতে অবাস্তব লাগলেও এটাই সত্যি এখন নদীয়ার চাকদহে। চাকদহের বিভিন্ন অলিতে গলিতে প্রায় মাসখানেক ধরে ঘুরে বেড়াচ্ছে এই হেলিকপ্টার। মাথার উপর ঘুরছে পাখা। হেলিকপ্টাররুপী এই টোটো এখন চাকদহের অন্যতম একটি দ্রষ্টব্য। এই হেলিকপ্টাররুপী টোটোর সৃষ্টিকর্তা গৌতম মালাকার।

তার এই টোটোয় চড়তে এখন প্রতিদিন প্রায় লাইন পড়ে যায়। গৌতম বাবু আগে সাইকেল সারাইয়ের কাজ করতেন। তিনি জানিয়েছেন, “অনেক পরিশ্রম করে গত দু মাস ধরে এই হেলিকপ্টার তৈরি করেছি। খরচ হয়েছে প্রায় দু লাখ টাকা। এখনো বাকি রয়েছে কিছু কাজ। তার জন্য আরো হাজার পঞ্চাশেক টাকা দরকার।”

এক কলেজ ছাত্র জানাচ্ছেন, “সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতা। ১০ টাকায় হেলিকপ্টার চাপবো কখনো ভাবতেই পারিনি। সেলফি তুলে ফেসবুকে দেওয়ার পর অনেক বন্ধুর কাছ থেকে এই কপ্টার চড়ানোর অনুরোধ আসছে।” স্থানীয় এক যাত্রীর বক্তব্য, “এই টোটো অন্যান্য টোটোর থেকে বেশি আরামদায়ক। পরিষ্কার ও পরিচ্ছন্ন। তবে ভাড়াটা একটু বাড়ালে ওর সুবিধা হত।”

Chakdaha

গৌতম বাবুর টোটো চড়ে রণিতা দাস নামের স্থানীয় এক মহিলা যাত্রী বলছেন, “ছোটবেলা থেকে হেলিকপ্টারে চলার শখ ছিল। বিভিন্ন সিনেমায় হেলিকপ্টার ওড়ার দৃশ্য দেখে এই ইচ্ছা জন্মেছিল। কিন্তু আমি লোকের বাড়িতে পরিচারিকার কাজ করি। সাধ্য ছিল না হেলিকপ্টারে চড়ার। সেই ইচ্ছা পূর্ণ হল।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর