বৃহন্নলাকে বিয়ে করে নজির গড়লেন যুবক, এদের প্রেমের কাহিনী হার মানাবে সিনেমাকেও

বাংলা হান্ট ডেস্ক: প্রেম মানে না কোনো বাধা! আর সেই কারণেই দু’টি মনের মিলনের জন্য মাঝেমধ্যে এমন কিছু ঘটনা সামনে আসে যা অবাক করে দেয় সবাইকেই। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি নজিরবিহীন ঘটনা সামনে এলো। জানা গিয়েছে, এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আজমগড়ে এক বৃহন্নলা (Transgender)-কে বিয়ে করলেন এক যুবক। রীতিমতো হিন্দু রীতি মেনেই একটি মন্দিরে বিয়ে করেন তাঁরা। জানা গিয়েছে, তাঁরা দু’জনেই দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে ছিলেন। এমতাবস্থায়, নিজেদের প্রেমকে পূর্ণতা দিতেই দু’জনে বিয়ের সিদ্ধান্ত নেন।

ঈশ্বরকে সাক্ষী রেখে সম্পন্ন হয় বিবাহ: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, উত্তরপ্রদেশের মোহম্মদবাদ জেলার বীরু রাজভার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মুসকান নামের ওই বৃহন্নলার প্রেমে পড়ে যান। এমতাবস্থায়, মোহাম্মদবাদ কোতোয়ালি এলাকার বাসিন্দা বীরু ও মুসকান ভগবানকে সাক্ষী রেখে ভৈরবনাথ মন্দিরে বিয়ে করেন। এদিকে, তাঁদের বিবাহ উপলক্ষ্যে নববিবাহিত দম্পতিকে আশীর্বাদও করেন লোকজন।

রেলস্টেশনে দেখা হয় তাঁদের: প্রসঙ্গত উল্লেখ্য, দেড় বছর আগে রেলস্টেশনে দেখা হয়েছিল দু’জনের। সেখানে একটি অনুষ্ঠানে এসেছিলেন মুসকান। এদিকে, প্রথম সাক্ষাতেই দু’জনেই একে অপরের প্রেমে পড়ে যান। এমতাবস্থায়, বিয়ের প্রসঙ্গে বীরু জানিয়েছেন, মুসকান একজন বৃহন্নলা হলেও এটা তাঁর কাছে কোনো ব্যাপার নয়। বিয়ের পর দু’জনেই একে অপরের হয়ে গেছেন। পাশাপাশি, তাঁরা একসাথে ভালোভাবে জীবনযাপন করবেন বলেও জানিয়েছেন তিনি।

পরিবার কোনো আপত্তি নেই: পাশাপাশি, বীরু আরও জানান, “আমরা দুজনেই একে অপরকে সমর্থন করার জন্য বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। পরিবারেরও আমাদের এই সিদ্ধান্তে কোনো আপত্তি নেই।”

whatsapp image 2022 12 10 at 8.06.16 pm

এদিকে, স্বাভাবিকভাবেই এহেন বিয়ের প্রসঙ্গটি সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। পাশাপাশি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেটমাধ্যমেও ঝড় উঠতে শুরু করেছে। তবে, বীরুর এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসাও করছেন সবাই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর