আধার-ভোটার লিঙ্কের সময়সীমা জানাল কেন্দ্র! বিপদ এড়াতে এই দিনের মধ্যেই সেরে ফেলুন কাজ

বাংলাহান্ট ডেস্ক : এবার দুশ্চিন্তা কিছুটা হলেও কমতে চলেছে আমজনতার। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে আধার (Aadhaar Card) এবং ভোটার আইডি কার্ডের (Voter ID Card) লিঙ্কের সময়সীমা বাড়িয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। এই বছর এপ্রিল মাসের ১ তারিখ পর্যন্ত ওই লিঙ্ক করার সময়সীমা নির্দিষ্ট করা ছিল।

কিন্তু এবার সেই সময়সীমাকে আরোও একবছর বাড়িয়ে দেওয়া হল। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত লিঙ্ক করা যাবে বলেই জানা গিয়েছে। এদিকে, হাতে বেশ খানিকটা সময় পাওয়ার ফলে জনসাধারণের পক্ষে এবার ধীরে সুস্থেই অনলাইনে বা এসএমএস এর মাধ্যমে আধার ও ভোটার আইডি লিঙ্ক করা সম্ভবপর হবে।

তবে সব নাগরিকদেরই জেনে রাখা দরকার যে, এই লিঙ্ক করার বিষয়টি একেবারেই অবশ্যিক নয়। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, এই লিঙ্ক করা থাকলে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের চিহ্নিতকরণের ক্ষেত্রে সুবিধে হবে। ইতিমধ্যেই, এই বছরের ২১ মার্চ কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে নোটিফিকেশন জারি করে সময়সীমা বাড়ানোর কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

aadhaar votercard linking 1582091504

এখন, প্রশ্ন হল কীভাবে এই লিঙ্ক করা যাবে ? ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টল nvsp.in. যেতে হবে। লগ ইন করতে হবে “Search in Electoral Roll” অপশনে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে আধার নম্বর দিলেই আপনার মোবাইল বা মেলে একটি ওটিপি আসবে। ওই ওটিপি সাইটে দিলেই আপনার আধার ভোটার আইডির সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর