IPL-র সঙ্গে PSL-র তুলনা করা রমিজ রাজাকে পাকিস্তান বোর্ডের দৌড় বোঝালেন প্রাক্তন ভারতীয় তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা নিজের মন্তব্যের জন্য এখন শিরোনামে। তিনি সম্প্রতি এক বিবৃতিতে বলেছিলেন যে পাকিস্তান সুপার লিগের নিলাম সিস্টেম শুরু হলে, কেউ আইপিএল খেলবে না। তিনি বিশ্বাস করেছিলেন যে এর মাধ্যমে পিএসএল আইপিএলকে ছাপিয়ে যেতে পারে। এই বক্তব্যের বিরোধিতা করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটের রামিজ রাজাকে কড়া জবাব দিয়েছেন, আপনি এটাও বলতে পারেন যে এই কিংবদন্তি রামিজ রাজাকে পিএসএলের প্রকৃত মর্যাদা দেখিয়েছেন।

কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রামিজ রাজা ক্রিকইনফো-এর সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‘এখন পিএসএলের নিলামের মডেলে যেতে চলেছে। আমি পরের বছর থেকে নিলাম মডেলে স্যুইচ করতে চাই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলব। এখানে সব টাকার খেলা। পাকিস্তানে ক্রিকেটের অর্থনীতি যখন বাড়বে, তখন পাকিস্তানের সম্মানও বাড়বে। পিএসএল হচ্ছে পিসিবির অর্থনৈতিক উন্নতির প্রধান উপকরণ। আমরা যদি এই টুর্নামেন্টটিকে নিলামের মডেলে নিই, তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলির আয় বাড়বে এবং তারপরে দেখা যাবে পিএসএল ছেড়ে আইপিএলে খেলা খেলোয়াড় কে কে থাকে।”

ipl auction

তার এই অযৌক্তিক বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতের প্রাক্তন প্রবীণ তারকা আকাশ চোপড়া। আইপিএল এবং পিএসএলের তুলনা প্রসঙ্গে আকাশ চোপড়া বলেছেন, “পিএসএলে নিলাম হলেও, লিগে কোনো খেলোয়াড় ১৬ কোটিতে বিক্রি হবে না, কারণ বাজারের মান এটি হতে দেবে না। গত বছর রাজস্থান রয়্যালস দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে ১৬ কোটি টাকায় কিনেছিল। রামিজ ভাই বলছেন পিএসএলে নিলাম হলে দাম বাড়বে। কিন্তু আপনি পিএসএলে কোনো খেলোয়াড়কে ১৬ কোটি টাকায় বিক্রি হতে দেখতে পাবেন না, এটা সম্ভব নয়।”

aakash chopra 1

পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল কখনোই আইপিএলের সামনে দাঁড়াতে পারবে না বলে মনে করেন আকাশ চোপড়া। আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে ক্রিকেটারদের মানের প্রসঙ্গেও বলেছেন, ‘বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, দীপক চাহার এবং সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়রা আইপিএলে খেলেন, যারা নিজেরাই এক-একটি ব্র্যান্ড। ধরুন আমরা তাদের পিএসএল বা বিবিএলে খেলতে পাঠাই তাহলে ব্রডকাস্টিং কোম্পানি এখনও এত টাকা দিতে প্রস্তুত হবে না কারণ সেই লিগের ব্র্যান্ড ভ্যালু ততটা নয়।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর