“কেন এত ঘনঘন বিশ্রাম নেন রোহিত ও বিরাট!” বিস্ফোরক মন্তব্য আকাশ চোপড়ার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে ঠাসা ক্রীড়াসূচীর মধ্যে দিয়ে যাচ্ছে। এজবাস্টন এর মাঠে পঞ্চম টেস্ট হারার পর তারা এই মুহূর্তে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে। এই সিরিজ শেষ হলে বাটলার দের বিরুদ্ধে একটি তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবেন রোহিতরা। সেই সফর শেষ হলেই তারা উড়ে যাবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে। তারপরেই ভারতীয় দলের একটা অংশ জিম্বাবুয়ে উড়ে যাবে সেখানে ওয়ানডে সিরিজ খেলতে এবং আরেকটি অংশ বা মুল দলটি এশিয়া কাপে অংশগ্রহণ করবে।

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সফরে দল ঘোষণা করে দিয়েছে যেখানে থাকবেন না বুমরা, রোহিত কোহলির মতো তারকা খেলোয়াড়রা। এজবাস্টন টেস্টে করোনা সংক্রমিত হওয়ায় খেলেননি রোহিত। সাউদাম্পটনের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেননি কোহলি সহ আরো কয়েকজন ক্রিকেটার যারা টেস্ট ম্যাচ খেলেছিলেন।

aakash chopra 1

এবার অতিরিক্ত বিশ্রাম নেওয়ার জন্য রোহিত এবং কোহলির বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। বর্তমানে ধারাভাষ্যের কাজ করা প্রাক্তন দিল্লির ক্রিকেটার বলেছেন, “এত বিশ্রামের কি প্রয়োজন আছে! কত বিশ্রাম লাগে একটা ক্রীড়াবিদের? আগেকার দিনে যখন একজন ক্রিকেটার ফরম হারিয়ে ফেলতেন তিনি আরো বেশি ম্যাচ খেলে, কখনো আন্তর্জাতিক কখনো ঘরোয়া ক্রিকেট খেলে তিনি ফর্মে ফেরার চেষ্টা করতেন। এখনকার দিনে যখনই কেউ অফার মে থাকে তখনই সে বিশ্রাম নিতে চলে যায় ব্যাপারটা একটু অদ্ভুত না?”

আকাশ চোপড়া আরও বলেছেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গত দুই বছরে যেভাবে ক্রিকেট খেলা হয়েছে, বায়ো বাবল থেকে শুরু করে করোনার কারণে দীর্ঘ কয়েক মাসের বিরতি, তার মধ্যে ক্রিকেটাররা যথেষ্ট পরিমাণে বিশ্রাম পেয়েছে। এখন অতিরিক্ত বিশ্রাম দিয়ে তাদের কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। পেশাদারিত্বের সাথে কোনও খেলা খেলতে গেলে এত বিশ্রাম নিলে চলে না।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর