প্রতি ম্যাচেই ঘটছে পারফরম্যান্সের অবনতি, তাও ভারতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছেন আবেশ খান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রতি ম্যাচেই তিনি রান বিলিয়ে চলেছেন। উইকেটে যে অনেকগুলি করে পাচ্ছেন এমন নয়। তা সত্ত্বেও আবেশ খানকে সূযোগ দিয়েই চলেছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে শেষ ওভারে অর্শদীপ সিংয়ের যাবতীয় পরিশ্রম নষ্ট করে ফেললেন আবেশ খান। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টানা সুযোগ পেয়েও তার পারফরম‍্যান্সে উন্নতির লক্ষণ দেখা গেল না।

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সেন্ট কিটসে গত ম্যাচে প্রথমে ব্যাট করে হারতে হয়েছিল ভারতকে। আজও সেন্ট কিটসের মাঠেই খেলা। তাই খুব সম্ভবত গত ম্যাচের থেকে শিক্ষা নিয়েই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হিটম্যান। দলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। রবীন্দ্র জাদেজার জায়গায় দলে ফিরেছেন ফর্মে থাকা দীপক হুডা।

ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালো করলেও মাঝের ওভার গুলিতে দুর্দান্ত বোলিং করে রানের গতি একদমই আটকে দিয়েছিলেন রবি অশ্বিন এবং হার্দিক পান্ডিয়া। নিজের ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট নেন হার্দিক। উইকেট না পেলেও কৃপণ বোলিং করে নিজের ৪ ওভারে ২৬ রান দিয়েছিলেন অশ্বিন। অর্শদীপ সিং এবং ভুবনেশ্বর কুমারও অন্যান্য দিনের মতো দুর্দান্ত না হলেও ভদ্রস্থ বোলিং করেছিলেন। কিন্তু আবেশ খানের তিনটি ওভারের দৌলতে ভারতের সামনে ১৬৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।

আজ নিজের প্রথম ওভারে ১৫, দ্বিতীয় ওভারেও ১৫ এবং তৃতীয় ওভারে ১৭ রান দিয়েছেন আবেশ। মোট তিন ওভারে ৪৭ রান দিয়ে কোনও উইকেটও তুলতে পারেননি তিনি। ক্রিকেটপ্রেমীরা দাবি করছেন যে আবেশ খান এর জায়গায় অন্য কোন বলার থাকলে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ১৫০-এর মধ্যে আটকে দেওয়া যেত। এদিকে ভারতের চিন্তা বাড়িয়ে ৫ বলে ১১ রান করে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এইমুহূর্তে ব্যাটিং করছেন শ্রেয়াস আইয়ার এবং সূর্যকুমার যাদব। দুই ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৫।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর