আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে বিস্ফোরক দাবি করলেন ডিভিলিয়ার্স, জানালেন নিজের মতামত

বাংলা হান্ট ডেস্কঃ 2019 বিশ্বকাপের আগে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তারপর থেকে তিনি আইপিএল সহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলা শুরু করেন। সব জায়গাতেই দুর্দান্ত পারফরম্যান্স করেন ডিভিলিয়ার্স। তারপরই ডিভিলিয়ার্সের ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে জল্পনা তৈরি।

আইপিএল চলাকালীন এক সাক্ষাৎকারে ডিভিলিয়ার্স জানিয়ে ছিলেন, ” আইপিএল শুরু হওয়ার আগে হেড কোচ মার্ক বাউচারের সঙ্গে আমার কথা হয়েছে। আমি অবশ্যই দেশের হয়ে খেলতে চাই। তবে এই কিছুদিন এই ব্যাপারে আমার সঙ্গে ওর কোন কথা হয়নি। আইপিএল শেষ হলে পুনরায় এই বিষয়ে আলোচনা করব। দেশের হয়ে খেলা সব সময় আমার কাছে গর্বের। তবে এটাও আমাকে মাথায় রাখতে হবে আমি চাইলেই আন্তর্জাতিক দলে ঢুকে যেতে পারি না। কারণ এই মুহূর্তে অনেক তরুণ ক্রিকেটার দলে এসেছে, তারা নিজেদের মেলে ধরেছে তাই তাদেরকে সুযোগ দেওয়ার পরেও যদি আমার জন্য জায়গা থাকে তাহলেই আমি খেলতে রাজি।”

করোনার কারণে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার আগে পর্যন্ত 7 ম্যাচ খেলে 158.74 স্ট্রাইকারেটে 207 রান করেছিল ডিভিলিয়ার্স, গড় 51.75। আর ডিভিলিয়ার্সের এই পারফরম্যান্স দেখার পর আন্তর্জাতিক ক্রিকেটে ডিভিলিয়ার্সের ফেরা নিয়ে জল্পনা আরও প্রবল আকার ধারণ করে। তবে এবার ডিভিলিয়ার্স নিজের মুখেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিলেন যে তিনি আর দেশের জার্সি গায়ে খেলতে চান না। এই খবর অফিশিয়াল ভাবে ঘোষনা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর