‘মমতা আর অভিষেকের বাপের…’, ক্ষোভে ফুঁসে উঠলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা নির্বাচন (Loksabha Election)। দিল্লির পাশাপাশি এ রাজ্যেও এখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। আক্রমণ, পাল্টা-আক্রমণে সরব শাসক থেকে বিরোধী। লোকসভা ভোটের কিছুদিন আগে বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। পদ্মে যোগ দেওয়ার পর থেকেই প্রাক্তন বিচারপতির নিশানায় বঙ্গ শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এবার ফের একবার তৃণমূলকে তোপ দাগলেন তমলুকের বিজেপি প্রার্থী (BJP)। সরাসরি আক্রমণ শানালেন মমতা ও অভিষেককে।

এ রাজ্যে তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় লক্ষীর ভাণ্ডার। কিছুদিন আগেই বাজেট পেশ করে সেই ভাতার টাকা দ্বিগুন করেছে রাজ্য। লোকসভা ভোটের বৈতরণী এই লক্ষীর ভাণ্ডারের ওপর ভর করেও কিছুটা পার করতে চলেছেন মমতা, এমনটাই মত অনেকের। এবার এই লক্ষীর ভাণ্ডারের প্রসঙ্গই উঠে এল প্রাক্তন বিচারপতির মুখে।

এদিন শুভেন্দু গড় নন্দীগ্রামের (Nandigram) মঙ্গলচক প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রচার ও জনসংযোগে যান প্রাক্তন বিচারপতি। সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একজোটে আক্রমণ করে গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘লক্ষীর ভান্ডার কি মমতা ও অভিষেকের ‘বাপের টাকা না কি’ যে বন্ধ করে দেবে।’

Mamata Banerjee dances on stage she is uneducated says Abhijit Ganguly over SSC verdict

আরও পড়ুন: শুভেন্দু-সুকান্ত নয়! লোকসভা ভোটের মাঝে এই বঙ্গ BJP নেতার প্রশংসায় পঞ্চমুখ শাহ, বললেন…

প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন রাজ্যের মহিলারা। ভোটের আগেই তা বাড়িয়ে ১০০০ করা হয়েছে। যা নিয়ে খুশি ধরছে না মা-বোনেদের। তৃণমূলের দাবি বিজেপি ক্ষমতায় এলে বাংলায় প্রকল্প বন্ধ করে দেবে। ওদিকে বিজেপির পাল্টা প্রতিশ্রুতি ক্ষমতায় এলে লক্ষীর ভাণ্ডারে ৩০০০ টাকা করে দেবে গেরুয়া শিবির। আর এই সব নিয়ে তরজার মাঝেই তমলুকের বিজেপি প্রার্থীর মুখে সেই লক্ষ্মীর ভাণ্ডার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর