এখানে NRC হতে দেব না! মেঘালয়ে দাঁড়িয়ে হুঙ্কার অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টায় পশ্চিমবঙ্গে এনআরসি হয়নি। এবার একই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়ালেন মেঘালয় থেকে। বিজেপি সরকারকে নিশানা করে এদিন তিনি বক্তব্য পেশ করেন। কেন্দ্রীয় সরকারকে এনআরসি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে বার্তা দিলেন নতুন ঐক্যের। তিনি বললেন,” তৃণমূল মানে বৈচিত্রের মধ্যে ঐক্য।”

শুক্রবার মেঘালয় থেকে সেই রাজ্যের এক ধরনের বিশেষ টুপি পরে বক্তৃতা দিতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মেঘালয়ের জনসভায় এদিন অভিষেক বললেন, এনআরসি এখানে হতে দেবো না। মেঘালয়ের সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে হবে যে তারা এখানকার বাসিন্দা। আমরা এনআরসির প্রতিবাদ করেছিলাম আসামেও। দীর্ঘদিন ধরে দেখে আসছি, পূর্ব আর উত্তর-পূর্ব ভারতকে কখনো গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এখন সময় এসেছে দেখিয়ে দেওয়ার যে পূর্ব আর উত্তর-পূর্ব ভারত কোন অংশে কম যায় না।

এছাড়াও শুক্রবার মেঘালয়ের গারো পাগারের তুরায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানকার সরকার মেঘালয়ের উন্নয়ন করতে ব্যর্থ। সাধারণ মানুষের টাকা এরা লুঠ করছে। ইডি- সিবিআই তদন্ত এখানে কেন হচ্ছে না? ডবল ইঞ্জিন সরকারের নীতি কি এটাকেই বলে? সাহস থাকলে বিতর্কে বসুন। খাসি, গারো এলাকায় সাধারণ মানুষ তৃণমূলের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমার মাথা নত হয়ে গিয়েছে। জয়ন্তিয়া যাব এর পরের বার এসে।”

a50d2 73649 vwypjlqtoj 1510570292

এছাড়াও এদিনের সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ছিল বিজেপি সরকার। তার বক্তৃতায় বারবার উঠে এসেছে বৈচিত্রের মধ্যে ঐক্যের কথাও। এছাড়াও ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস মেঘালয় ক্ষমতায় আসলে কি কি উন্নতি করতে পারে সেই বিষয়েও বোঝানোর চেষ্টা করেন সাধারণ মানুষকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর