অভিষেককে গ্রেফতার কিংবা আটক করতে পারবে না ED! আদালতের রায়ে ‘সুপ্রিম’ স্বস্তি তৃণমূল নেতার

বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই ইডির (Enforcement Directorate) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আর এর মাঝেই এবার সুপ্রিম কোর্টে সাময়িকভাবে স্বস্তি পেলেন তিনি। অভিষেকের একটি আবেদনের শুনানিতে এদিন উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আপাতত তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার কিংবা আটক করতে পারবে না তদন্তকারী অফিসাররা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি মামলায় অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডলরা জেল রয়েছেন। এর মাঝেই কয়লা পাচার কাণ্ডে অতীতেও বেশ কয়েক বার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই ধারা বজায় রেখে আজও তদন্তকারী সংস্থার তলব মাঝে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন তৃণমূল নেতা। তবে এরই মাঝে সুপ্রিম কোর্টের নির্দেশ অন্তত কিছুটা হলেও স্বস্তি দিলো অভিষেককে।

অতীতে একাধিকবার ইডির জেরার মুখে দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে শুধু অভিষেক নয়, তাঁর স্ত্রীকেও বারংবার দিল্লির ইডি দফতরে ডেকে পাঠান তদন্তকারী অফিসাররা।পরবর্তীতে এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে একটি মামলাও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক; যে মামলাটির শুনানি চলাকালীন এদিন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী সোমবার পরবর্তী শুনানির আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম চরম পদক্ষেপ নিতে পারবে না ইডি। অর্থাৎ এক্ষেত্রে আজ অভিষেককে গ্রেফতার কিংবা আটক করার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

অভিষেক বনাম ইডি জিজ্ঞাসাবাদের পর্ব অবশ্য বহুদিন ধরেই চলে আসছে। এক্ষেত্রে একাধিকবার দিল্লিতে পৌঁছে গিয়েছেন অভিষেক, তো কখনো আবার তাঁর স্ত্রীকেও তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হতে নির্দেশ দেওয়া হয়। তবে অপরদিকে এসকল ইস্যুতে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ষড়যন্ত্র রয়েছে বলে অতীতে একাধিকবার মন্তব্য প্রকাশ করে এসেছে শাসক দল।

jpg 20220902 115958 0000

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ অনুষ্ঠানে ভালো বক্তৃতা দিয়েছে অভিষেক। আগামী কয়েকদিনের মধ্যে ওকে সিবিআই কিংবা ইডি তলব করলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি ওর দু বছরের বাচ্চাকেও তলব করা হতে পারে।” পরবর্তীতে মুখ্যমন্ত্রীর আশঙ্কা সত্যি করে এদিন অভিষেককে জেরার স্বার্থে দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছেছেন পাঁচ অফিসার। তবে এত ঘটনার মাঝেও এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ অবশেষে স্বস্তি দিলো অভিষেককে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর