তরুণীকে কুপ্রস্তাবের জের! দাঁইহাট পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ দাঁইহাট (Daihat) পুরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডলের (Sisir Kumar Mondal) বিরুদ্ধে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। এই প্রসঙ্গে বিরোধী দলগুলোর পাশাপাশি বিতর্কের ঝড় বয়ে যায় দলের অন্দরে আর এবার এই ঘটনায় কড়া পদক্ষেপ নিল তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই শিশিরবাবুকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গতকাল এই বিষয়টি প্রকাশ্যে আনেন পূর্ব বর্ধমানের (Purba Burdwan) দলীয় জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, সম্প্রতি দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির কুমার মণ্ডলের বিরুদ্ধে এক তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এই সংক্রান্ত একটি অডিও ক্লিপ পর্যন্ত ভাইরাল হয়ে যায় সর্বত্র। উল্লেখ্য ওই অডিও ক্লিপে এক তরুণী এক ব্যক্তিকে উদ্দেশ্য করে ‘কাকা’ বলে সম্বোধন করেন। পরবর্তীতে তাকে চাকরির আবেদন করতেও শোনা যায়। এক্ষেত্রে ‘কাকা’ বলে সম্বোধন করা ব্যক্তি দাঁইহাটের চেয়ারম্যান বলেই অভিযোগ।

তবে পরবর্তী ক্ষেত্রে শিশির কুমার মণ্ডলের বিরুদ্ধে তরুণীকে লাগাতার ফোন এবং ভিডিও কল করার পাশাপাশি একটি লজে ডেকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। সম্প্রতি এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায় সর্বত্র। বিরোধী দল করির পাশাপাশি শাসক দলের অন্দরে বিতর্কের ঝড় বয়ে যায় আর অবশেষে এই ঘটনায় পদক্ষেপ নিল তৃণমূল নেতৃত্ব।

ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে শিশিরবাবুকে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে এদিন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “দাঁইহাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে যে অডিওটি বর্তমানে ক্রমাগত ভাইরাল হয়ে চলেছে, তা প্রকাশ্যে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশিরবাবুকে পদত্যাগ করতে বলেছে নেতৃত্ব। উনি পদত্যাগ করবেন। যদি ভাইরাল অডিও ক্লিপটি মিথ্যে বলে প্রমাণিত হয়, তবে দল পুনরায় সিদ্ধান্ত নিতে পারে।”

Abhishek Banerjee ANI 1630844248147 1630844259066

যদিও এই ঘটনায় আগে থেকেই তাঁকে ফাঁসানো হয়ে চলেছে বলে দাবি করেন শিশির কুমার মণ্ডল। তিনি বলেন, “ওই মহিলাকে আমি চিনি না। আমার ছবি এবং গলা নকল করার মাধ্যমে চক্রান্ত করা হয়ে চলেছে।” এই প্রসঙ্গে স্থানীয় থানায় একটি অভিযোগ পর্যন্ত দায়ের করেন শিশিরবাবু। দলীয় নেতৃত্বের তরফ থেকে তাঁকে পদত্যাগ করার নির্দেশ প্রসঙ্গে শিশিরবাবু বলেন, “থানায় আমি আমার অভিযোগ জানিয়েছি। পুলিশ তদন্ত করবে। দল আমাকে পদত্যাগ করতে বলেছে। সেটা আমি করব। তবে এই ঘটনায় তদন্ত যেন সঠিকভাবে হয়, সে বিষয়ে দলকে আমি অনুরোধ করতে চাই।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর