মমতার সঙ্গে দেখা করতে দেড় বছর পড় নবান্নে অভিষেক! আচমকা কী এমন হল? জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ ঘড়ির কাটা চারটে বাজতে ঠিক এক মিনিট বাকি, আচমকাই নবান্নে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাম্প্রতিক সময়ে বাংলার বুকে একের পর এক দুর্নীতি ইস্যু মাথাচাড়া দিলেও সচিবালয়ে পা রাখতে দেখা যায়নি তৃণমূল নেতাকে। তবে এদিন হঠাৎ কি এমন হলো যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ করতে হাজির হলেন স্বয়ং অভিষেক?

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পূর্বে বেশ কয়েকবার নবান্নে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এরপর থেকে দীর্ঘ দেড় বছরের ওপর সময় কেটে গেলেও তৃণমূল নেতার দেখা মেলেনি। ফলে স্বাভাবিকভাবেই এদিন মমতা-অভিষেক সাক্ষাৎকার ইতিমধ্যে জল্পনা বাড়াতে শুরু করেছে।

বলে রাখা ভালো, সাম্প্রতিক সময়ে যেভাবে একের পর এক দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে সরগরম রয়েছে বঙ্গ রাজনীতি, তাতে প্রতিদিনই নয়া নয়া জল্পনা উপস্থিত হয়ে চলেছে। বিশেষত, এই ডিসেম্বরে বাংলায় বড় কিছু হতে চলেছে বলে হুঁশিয়ারি দিয়ে আসছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। এমনকি, এক্ষেত্রে ষড়যন্ত্রের কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। ফলে মুখ্যমন্ত্রী-অভিষেক বৈঠকের মাধ্যমে জল্পনা যে বৃদ্ধি পাবে, তা বলা বাহুল্য।

যদিও তৃণমূল কংগ্রেসের একটি সূত্রের দাবি, আগামী ৫ ই ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। এক্ষেত্রে দলের রণকৌশল স্থির করার জন্যই এদিন নবান্ন পৌঁছে গিয়েছেন অভিষেক। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিধানসভায় যেভাবে বিরোধিতা করে চলেছে বিজেপি, ঠিক সেই ভাবেই সংসদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল, মত বিশেষজ্ঞদের।

20190513152L 696x392 1

তবে কেবলমাত্র শীতকালীন অধিবেশনই নয়, এর আগেও সংসদে বেশ সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এক্ষেত্রে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি অন্যান্য একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সূত্রের দাবি, এ বছর শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে ফের একবার সকল সাংসদের সঙ্গে বসতে চলেছেন তৃণমূলের ‘যুবরাজ’।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর