‘বাইরন বিশ্বাস জেতায় লাভ হয়েছে BJP-র’, সাগরদিঘীতে চাঞ্চল্যকর দাবি অভিষেকের, কেন বললেন এমন?

বাংলা হান্ট ডেস্ক : সাগরদিঘির উপনির্বাচনে (Sagardighi By-election) তৃণমূলকে হারিয়ে জয় পেয়েছে কংগ্রেস (Congress)। বিধায়ক হয়েছেন বাইরন বিশ্বাস। পঞ্চায়েতের আগে সাগরদিঘি উপনির্বাচনের এই ফলাফল স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে কংগ্রেস শিবিরকে। তবে তৃণমূল বার বার বুঝিয়ে দিয়েছে, একটি উপনির্বাচন থেকে সামগ্রিক মতামত কখনও বোঝা যায় না।

জনসংযোগ যাত্রায় এসে এদিন রানিনগরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) মুখে আবারও উঠে এল সাগরদিঘির প্রসঙ্গ। কংগ্রেস-বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়ে বললেন, ‘সাগরদিঘি হওয়ার পর বিজেপি নতুন করে অক্সিজেন পেয়েছে। আমি বলে গিয়েছিলাম সাগরদিঘিতে এসে যে কংগ্রেসকে ভোট দেওয়া আর বিজেপিকে ভোট দেওয়া একই বিষয়। কংগ্রেসের প্রার্থীর সঙ্গে বিজেপির নেতাদের ছবিও আমি প্রকাশ্যে দেখিয়ে গিয়েছিলাম। তাও মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছেন।’

abhishek
সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসকে জেতানোয় এলাকাবাসীর কোনও লাভ হয়নি সেটা এদিনের সভা থেকে বোঝানোর চেষ্টা করেন অভিষেক। তাঁর বক্তব্য, তৃণমূল যেখানে জেতে সেখানেও উন্নয়ন করে, যেখানে জিততে পারে না সেখানেও উন্নয়ন করে। সেই প্রসঙ্গে আলিপুরদুয়ারের কথাও তুলে আনেন তিনি।

সেখানে পাঁচটির মধ্যে একটি আসনও তৃণমূলের হাতে নেই। কিন্তু সেখানেও জেলার প্রতিটি মানুষ সরকারি পরিষেবা পাচ্ছেন বলে জানান অভিষেক। বললেন, ‘জাতি-দলমত নির্বিশেষে সকলের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।’

অভিষেক এদিন আরও বললেন, ‘আপনারা অস্বীকার করতে পারবেন না, সাগরদিঘিতে বাইরন বিশ্বাস জেতার পরে বিজেপি অক্সিজেন পেয়েছে, তাদের হাত শক্তিশালী হয়েছে। অবশ্য কংগ্রেস হেরে তৃণমূল জিতত, তাহলে এদের খুঁজে পাওয়া যেত না। ধর্মের নামে উস্কানি দিয়ে চারিদিকে আবার এনআরসি-এনআরসি পরিবেশ তৈরি করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যতদিন মা-মাটি-মানুষের সরকার আছে, বাংলায় এনআরসি’র এন আমরা হতে দেব না। আমি বুক ঠুকে বলে যাচ্ছি। এনআরসি-র প্রশ্নই ওঠে না।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর