বৈদিক নিয়ম মেনে সরস্বতী পুজোর দিন করুন এই কয়েকটি কাজ, আপনিও নিশ্চিত পাবেন দেবীর আশীর্বাদ

বাংলাহান্ট ডেস্ক:  বাঙ্গালীদের সব পুজোর মধ্যে অন্যতম হলো সরস্বতী পুজো। বছরের একটা দিন বিদ্যার দেবীকে আরাধনা করে , তাকে সন্তুস্ত করে নিজের বিদ্যার কদর বাড়াতে সবাই প্রস্তুত হয়ে থাকেন। বছরের এই একটা দিনই সব নিয়ম মেনে চলতে হয় সমস্ত পড়ুয়াদের। তার মধ্যে অবশ্যই মেনে চলা উচিত এই নিয়ম গুলো।

পুজোর দিনে কখনওই হাত বা পায়ের নখ কাটা উচিৎ নয়। পুজোর দিনে চুলও কাটবেন না। বিষয়টি অশুভ বলে প্রতিপন্ন হতে পারে। তাছাড়া  সেলাই-ফোঁড়াই-এর কাজও সরস্বতী পুজোর দিনে না করাই মঙ্গল। পুজোর সময়ে প্রতিমার সামনে জ্বালানো প্রদীপকে জ্বলে-জ্বলে নিভে যেতে দেবেন না। আপনার পুজো এবং আরাধনার সাক্ষী থেকেছে ওই প্রদীপ। কাজেই পুড়ে-পুড়ে সেই প্রদীপের নিভে যাওয়া আপনার পক্ষে মঙ্গলজনক না-ও হতে পারে।

 

SS 13

 

বরং পুজো শেষ হয়ে যাওয়ার পরে কিছু ফুল প্রদীপের উপর ফেলে দিয়ে প্রদীপটি নিভিয়ে দিন। ঘরের কোনও জায়গায় কোনও রকম ধুলো-ময়লা জমতে দেবেন না। পুজোর আগেই ঘরদোর ভাল করে পরিষ্কার করুন। গুজব বা পরনিন্দা-পরচর্চায় মেতে উঠবেন না। এতে বিদ্যার দেবী ক্ষুব্ধ হয়ে যেতে পারে। এমনকি পুজাস্থলে বা যেখানে প্রতিমা রয়েছে তার আশেপাশে পায়ে চটি বা জুতো পরে ঘুরবেন না। খালি পায়ে ঘোরাফেরা করুন।

হলুদ রংটা খুবই শুভ হয় তাই ঈইদিন আমরা হলুদ শাড়ি বা হলুদ জামা পড়ে থাকি। তার পাশাপাশি হলুদ গাদা ফুল বা হলুদ ফুল দিয়ে পুজো করে থাকি। স্নানের আগে অনেকেই হলুদ গায়ে মেখে স্নান করেন। সরস্বতী পুজোর দিন বেদীতে যদি সাদা রঙ থাকে, তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাদা না কাপড় না থাকলে, হলুদ রঙের কাপড়েও বেদী মুড়ে ফেলা যেতে পারে। এমনই পরামর্শ বিভিন্ন ব্যক্তিত্বদের। সব মিলিয়ে এই নিয়মগুলি মেনে চলতে পারলে অবশ্যই বিদ্যার দেবী খুশী হবেন।

 

সম্পর্কিত খবর