UAE- তে গ্রেফতার মুম্বই বিস্ফোরণের চক্রী আবু বকর, ভারতে আনা হবে দাউদের সঙ্গীকে

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় গোয়েন্দা সংস্থা 1993 সালের মুম্বাই বিস্ফোরণের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী আবু বকরকে সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার করে একটি বড় সাফল্য অর্জন করেছে। সংযুক্ত আরব আমিরাতের সংস্থাগুলির সহযোগিতায় এই অভিযান চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। খুব, শিগগিরই আবু বকরকে ভারতে আনা হবে। আবু বকরকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ মনে করা হয়। তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে অভিযান চলছিল।

গত কয়েকদিন ধরেই সে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে লুকিয়ে আছেন বলে খবর পাওয়া যাচ্ছিল। বলে দিই যে, 1993 সালে মুম্বাইয়ের 12টি বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয়েছিল, যাতে 257 জন নিহত এবং প্রায় 713 জন আহত হয়েছিল। ধারাবাহিক বিস্ফোরণে প্রায় 27 কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

2019 সালেও ভারতীয় সংস্থাগুলি সংযুক্ত আরব আমিরাত থেকে মুম্বাই বিস্ফোরণের অপরাধী আবু বকরকে গ্রেপ্তার করেছিল। এরপর নথিপত্রের অভাবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইউএই কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেয়। তবে আবারও ভারতীয় এজেন্সি সফলতা পেয়েছে এবং এখন তাকে ভারতে আনার প্রস্তুতি চলছে।

আবু বকর পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (POK) সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ এবং বিস্ফোরক প্রশিক্ষণের মতো কার্যকলাপে জড়িত ছিল। মুম্বাই বিস্ফোরণের সময় সন্ত্রাসী আবু বকর ভারতে বিপুল পরিমাণ আরডিএক্স নিয়ে এসেছিলেন বলে অভিযোগ রয়েছে।

আবু বকর আবদুল গফুর শেখ ও মোস্তফা দোসার সঙ্গে চোরাচালানের মামলায়ও জড়িত রয়েছে। সে উপসাগরীয় দেশগুলি থেকে সোনা, জামাকাপড় এবং ইলেকট্রনিক্স সামগ্রী মুম্বাইয়ে পাচার করত। এরপর 1997 সালে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়। তখন থেকেই ভারতীয় সংস্থাগুলো তাকে খুঁজছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর