করোনার আয়ুর্বেদিক ওষুধ আবিস্কার করার দাবি করল পতঞ্জলি, পরীক্ষায় ১০০% সফল বলে জানালেন আচার্য বালকৃষ্ণ

বাংলা হান্ট ডেস্কঃ পতঞ্জলি যোগপীঠের (Patanjali Ayurved) CEO আচার্য বালকৃষ্ণ (Balkrishna) শনিবার দাবি করেছেন যে, করোনা ভাইরাসকে ছড়িয়ে পরা থেকে রুখতে আর সংক্রমিত রোগীদের সুস্থ করে তুলতে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়ে গেছে। উনি দাবি করে বলেছেন যে, প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। আর ওই ট্রায়ালে ১০০ শতাংশ সফলতা এসেছে। উনি বলেন, আগামী তিন থেকে চারদিনের মধ্যে সুস্থ হওয়া রোগীদের ডেটার সাথে সাথে সমস্ত প্রমাণ বিশ্বের সামনে তুলে ধরা হবে।

আরও পড়ুনঃ ভারত কি খুঁজে নিলো করোনার চিকিৎসা? আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে তরতর করে সুস্থ হয়ে উঠছে রোগীরা

আচার্য বালকৃষ্ণ বলেছেন যে, যখন থেকে করোনা ভাইরাস ছড়ানো শুরু করেছে তখন থেকে আমরা বিজ্ঞানীদের টিমকে গবেষণার জন্য কাজে লাগাই। ওই বিজ্ঞানীরা করোনার বিরুদ্ধে লড়াই, ওই ভাইরাসকে ছড়িয়ে পরা থেকে আটকান আর সংক্রমিত রোগীদের সুস্থ করার জন্য আয়ুর্বেদিক ওষুধের খোঁজ শুরু করে। ওই ওষুধ গুলোকে সম্পূর্ণ ভাবে প্রস্তুত করেই ট্রায়াল শুরু হয়। আমরা অনেক করোনার রোগীদের উপর এই ওষুধের প্রয়োগ করেছি, সেখানে আমরা ১০০ শতাংশ সফলতা হাসিল করেছি।

বালকৃষ্ণ বলেন, যেই করোনা সংক্রমিতদের এই ওষুধ দেওয়া হয়েছে তাদের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ রোগী পাঁচ থেকে ছয়দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে। সমস্ত রোগীই ওষুধ সেবনের মাত্র ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে। এরপর পরীক্ষা করে তাদের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। উনি বলেন, গুরুতর অসুস্থ রোগীদেরও এই ওষুধ দেওয়া হয়েছে। আর তাঁরাও সুস্থ হয়ে উঠেছে। রোগীরা কফ, জ্বর আর কষ্ট করে নিঃশ্বাস নেওয়ার মতো গম্ভীর সমস্যার সন্মুখিন হয়েছিল।

উনি বলেন, আয়ুর্বেদিক পদ্ধতিতে করোনার চিকিৎসা ১০০ শতাংশ সম্ভব। আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করে সফলতা অর্জন করেছি। এবার ক্লিনিক্যাল কন্ট্রোল ট্রায়াল করছি। এখনো পর্যন্ত আমরা সকরাত্মক ফলাফল পেয়েছি। আগামী তিন চার দিনের মধ্যে আমরা সমস্ত প্রমাণ সহ বিশ্বের সামনে আসব।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর