বাংলা হান্ট ডেস্ক : উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির হয়ে রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল তাঁর কিন্তু প্রার্থী হিসেবে ব্যর্থ হন তিনি।তারপর ১০ বছর পর ফের রাজনীতিতে যোগ দেওয়ায় উৎসাহী অভিনেতা সঞ্জয় দত্ত।রাষ্ট্রীয় সমাজ পক্ষ (RSP)-এর সভাপতি তথা মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী মহাদেব জানকার এমনটাই জানান।
প্রসঙ্গত ২০১৪ সাল থেকে বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের খুব ছোট শরিক RSP। জানকার পশুপালন ও মত্স্য দফতরের মন্ত্রী। পুনের দাউন্ড বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি রাহুল কুল দলের একমাত্র বিধানসভার সদস্য। তিনি ধাঙ্গার সম্প্রদায়ের। এটি একটি সংরক্ষিত আসন।
দলের ১৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রবিবার জানকার জানান, অভিনেতা সঞ্জয় দত্ত RSP-তে যোগ দিতে চলেছেন।তবে কিছু সময়ের সমস্যার কারণে তাঁর দলে অন্তর্ভুক্তি সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গিয়েছে।’ তিনি আরও জানান, সঞ্জুবাবা এখন আছেন দুবাইতে। সভায় ৬০ বছরের অভিনেতার একটি ভিডিয়োও দেখানো হয় এবং তিনি RSP-র প্রতিষ্ঠা দিবসে জানকারকে শুভেচ্ছাও জানান।অভিনেতাকে আমাদের তরফ থেকেও আন্তরিক অভিনন্দন।