ফের নক্ষত্র পতন! প্রয়াত বিখ্যাত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, দুঃখের পাহাড় ভেঙে পড়ল যিশুর পরিবারে

বাংলাহান্ট ডেস্ক : ফের টলিপাড়ায় শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। শহরের বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান হল বর্ষীয়ান অভিনেত্রীর। মৃত্যুকালে অঞ্জনা ভৌমিকের বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি।

সূত্রের খবর, শুক্রবার শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে থাকায় হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাঁকে। এরপর শনিবারেই সকাল সাড়ে দশটায় সব শেষ। যীশু সেনগুপ্তের শাশুড়ি তথা নীলাঞ্জনার মা অঞ্জনা ভৌমিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ টলিউড। পরিবারের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত শোকের মূহূর্ত।

আরোও পড়ুন : রেল যাত্রীদের জন্য সুখবর! উপত্যকায় ছুটবে প্রথম বৈদ্যুতিক ট্রেন, এই দিন উদ্বোধন করবেন মোদী

বলা বাহুল্য, শাশুড়ির সঙ্গে জামাই যিশুর সম্পর্ক ছিল খুবই মিষ্টি-মধুর। জানা গিয়েছে যে, তিনি বিয়ে করেন নৌ অফিসার অনিল শর্মাকে। গত ৫-৬ মাস ধরে তিনি একপ্রকার বিছানায় শয্যাশায়ী ছিলেন। তাঁর দেখভাল করতেন মেয়ে নীলাঞ্জনা এবং চন্দনা। মাকে হাারিয়ে ভেঙে পড়েছেন দুজনই। অভিনেত্রীর ছোট মেয়ে চন্দনা মুম্বইতে থাকেন।

আরোও পড়ুন : সুসংবাদ! সুর নরম RBI’র, এই দিন পর্যন্ত বাড়ল Paytm Payments Bank’র আয়ু

১৯৪৪ সালের ৩০ ডিসেম্বর উত্তরবঙ্গেপ কোচবিহারে জন্ম হয়েছিল অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের। তাঁর আসল নাম হল আরতি ভৌমিক, আর ডাক নাম বাবলি। অঞ্জনা কোচবিহার স্কুলেই পড়াশোনা করেন।  পরবর্তী সময় তিনি কলকাতায় এসে দমদমের সরোজিনী নাইডু কলেজ থেকে পড়াশোনা করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন।

0790 1

মাত্র ২০ বছর বয়সেই সিনেমার দুনিয়ায় পা রাখেন অঞ্জনা ভৌমিক, ছবির নাম ছিল ‘অনুষ্টুপ চন্দ’। প্রথম ছবি মুক্তির আগেই আরতি নাম বদলে অঞ্জনা হয়েছিলেন তিনি। ‘থানা থেকে আসছি’, ‘চৌরঙ্গী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনও মেঘ’ ছবিতে উত্তম কুমারের নায়িকা ছিলেন তিনি। পরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মহেশ্বেতা’ ছবিতে অঞ্জনা ভৌমিকের অভিনয় প্রশংসিত হয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর