অধীর চৌধুরীর কাছে কাশ্মীর এখন হিটলারের ক্যাম্প! দেখুন সেই বিতর্কিত ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে লোকসভায় বিতর্কিত মন্তব্য করেই চলেছেন কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী। গত মঙ্গলবার উনি লোকসভায় কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু না বলে, আন্তর্জাতিক ইস্যু আখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন। এবার আরও একবার কাশ্মীর ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লা থেকে ঘোষণা করেন যে, কাশ্মীর কে গুলি দিয়ে না, বুকে জড়িয়ে এগিয়ে যাব। কিন্তু, আজ কাশ্মীরের অবস্থা কনসেন্ট্রেশন ক্যাম্প (হিটলারের নাৎসি ক্যাম্প) এর মতো করে দেওয়া হয়েছে।

hunt 34

উনি বলেন, কাশ্মীরে আজ কোন মোবাইল সেবা আর ইন্টারনেট পরিসেবা চালু নেই। কোন অমরনাথ যাত্রী কাশ্মীরে যেতে পারছে না। আজ পর্যন্ত কাশ্মীরে এমন হয়নি। আজ পর্যন্ত কাশ্মীরে হিন্দু পুর্নার্থীদের এমন ভাবে আটকানো হয়নি। হিন্দুরা অমরনাথ ধামের যাত্রা সম্পূর্ণ করতে পারেনি। এটা কি হচ্ছে?

অধীর চৌধুরী বলেন, কাশ্মীরে লক্ষ লক্ষ প্যারামিলিটারি ফোর্স মোতায়েন আছে, এত সেনা মোতায়েন হওয়ার পরেও কেন এমন হচ্ছে? এরকম পরিস্থিতি তৈরি করার জন্য ভারতের মতো শক্তিধর দেশকে নিয়ে প্রশ উঠবেই। কাশ্মীর সবার জন্য খুলে দেওয়া উচিত, সেখানে পাকিস্তানের সাথে কোন যুদ্ধ হচ্ছেনা। কেন সবকিছু এমন গোপন ভাবে হচ্ছে? তবে মঙ্গলবারের বয়ানের বিপরীতে আজ অধীর চৌধুরী পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, কাশ্মীর আমাদের অভ্যন্তরীণ ইস্যু, এখানে নাক গলানো উচিত না পাকিস্তানের। আমরা আইন বানাতেই পারি। এটা আমাদের অধিকার।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর