‘মমতা ব্যানার্জিই ঠেকাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে’- দিদির প্রশংসায় পঞ্চমুখ অধীর

বাংলাহান্ট ডেস্কঃ কড়া প্রতিদ্বন্ধী হলেও অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) গলায় শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (mamata banerjee) সুনাম। কলকাতার বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে শনিবার এমনই মন্তব্য করতে শোনা গেল অধীর চৌধুরী গলায়। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

অধীর চৌধুরী বললেন, ‘এই মুহূর্তে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই ঠেকাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ধর্মনিরেপেক্ষ ভাবে কংগ্রেস (congress), সিপিএম (cpim) এগোলেও, রণকৌশলগত ভাবে ভোট দিয়ে মোদীকে হারানোর পরিকল্পনা করতে হবে। বিজেপি (bjp) নামক সাম্প্রদায়িক দলকে ঠেকাতেই মুসলিমরা ভোট দিয়েছে দিদিকে। মোদীকে ঠেকাতে দিদিই হলেন সেরা বিকল্প, তাই তাঁরা দিদিকে সমর্থন করছেন’।

mamata banerjee owes apology for opening door to bjp adhir ranjan chowdhury

প্রসঙ্গত, একদিকে যখন ভবানীপুরে সিপিএমের তরুণ মুখ মীনাক্ষি মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee) প্রার্থী করার সিদ্ধান্ত নিচ্ছে বামেরা, অন্যদিকে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিতে নারাজ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তবে এবিষয়ে কংগ্রেসের হাইকম্যান্ডকে কিছু না জানালেও, নিজের মনে এমনই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে সহমত পোষণ করতে পারেনি বাম নেতৃত্বরা।

তাঁর কথায়, ‘আমি এখনও এআইসিসি নেতৃত্বকে কিছু জানাইনি। ভবানীপুরে প্রার্থী না দেওয়ার বিষয়ে, এটা তবে আমার ব্যক্তিগত মত। একজন তো মুখ্যমন্ত্রী আসনে বসেই রয়েছেন, কংগ্রেস যদি প্রার্থী নাও দেয়, লড়াই কিন্তু অন্য ক্ষেত্রে জারি থাকবে’।

তবে অধীর চৌধুরীর সঙ্গে একমত হতে পারলেন না সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, ‘একুশের বিধানসভা নির্বাচনে যে যেখানে লড়াই করেছিলেন, এবার উপনির্বাচনে সেখানেই লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিতে হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর