রাম নামের মাহাত্ম্য, মুক্তির ২৪ ঘন্টার মধ্যেই ইতিহাস গড়ল আদিপুরুষ-এর গান ‘জয় শ্রী রাম’

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারো ‘রামায়ণ’ (Ramayan) মহাকাব্য অবলম্বনে তৈরি হতে চলেছে ছবি। দক্ষিণী সুপারস্টার প্রভাস (Prabhas), বলিউড অভিনেত্রী কৃতি সানন (Kriti Sanon), সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ‘আদিপুরুষ’ (Adipurush) ছবিটির ট্রেলার প্রকাশ্যে এসেছে কিছু দিন আগেই। টিজার নিয়ে বিতর্ক, সমালোচনার পর ট্রেলার দেখে মোটামুটি ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দর্শকদের। তবে আদিপুরুষ ছবির সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত গান ‘জয় শ্রী রাম রাজা রাম’ কার্যত শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়।

গানে রামের ভূমিকায় দেখা মিলেছে প্রভাসের। দু দিন আগে মুক্তি পেয়েছে গানটি। এর মধ্যেই ইউটিউবে ৫ কোটি ছাড়িয়ে গিয়েছে ভিউ। গানের কথা লিখেছেন মনোজ মুন্তাশির এবং গানে সুর দিয়েছেন অজয় অতুল। সুরকার জুটির দাবি, গানটি লঞ্চ করার সময়ে নাকি অতিলৌকিক শক্তির অনুভব হয়েছিল তাঁদের।

adipurush troll

রাম নামের মাহাত্ম্য প্রথম মুহূর্ত থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে এই গানে। গানটি মুক্তি পাওয়ার পর প্রথম ২৪ ঘন্টার মধ্যেই সবথেকে বেশি ভিউ তুলে রেকর্ড গড়ে ফেলেছে। কয়েক ঘন্টার মধ্যেই ২ কোটি পৌঁছে যায় ভিউ সংখ্যা। ইউটিউবে বহু জনপ্রিয় গানকে পেছনে ফেলে দিয়েছে জয় শ্রী রাম।

সুরকার অজয় বলেন, এটাই ছবিতে তাঁদের সুর দেওয়া প্রথম গান। গানের নাম থেকেই অনুপ্রেরণা পেতেন তাঁরা। তিনি আরও বলেন, তাঁরা যখন গানে সুর দিচ্ছিলেন তখন যতবারই শ্রীরামের নাম নিয়েছেন ততবার আলাদা একটা উদ্যম পেয়েছেন। মানসিক শক্তি এবং ভক্তি দুইই পেয়েছেন তাঁরা রাম নামের দৌলতে। এমন একটা স্মরণীয় হয়ে থাকার মতো গান বানাতে পেরে তাঁরা উচ্ছ্বসিত, বক্তব্য অজয় অতুলের।

প্রসঙ্গত, গত ৮ মে হায়দ্রাবাদে অনুরাগীদের জন্য একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল আদিপুরুষ নির্মাতাদের তরফে। সেই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন প্রভাস, কৃতি সানন, পরিচালক ওম রাউত এবং প্রযোজক ভূষণ কুমার। জানা যাচ্ছে, আনুমানিক ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে আদিপুরুষ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর