সুশান্ত মামলায় জেরা আদিত‍্য চোপড়াকে, উঠে এল বড়সড় তথ‍্য!

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় বড়সড় মোড়। গতকালই জানা গিয়েছিল এই মামলায় পরিচালক আদিত‍্য চোপড়াকে (aditya chopra) জিজ্ঞাসাবাদের জন‍্য ডেকেছে মুম্বই পুলিস। সূত্রের খবর, প্রায় ৪ ঘন্টা জেরার পর বেশ কিছু নতুন তথ‍্য উঠে এসেছে পুলিসের হাতে।
সূত্রের খবর, জেরায় আদিত‍্য চোপড়া পুলিসকে জানান যশরাজ ফিল্মসের ছবি পানির শুটিং বন্ধ হয়ে যাওয়াতে অবসাদগ্রস্ত হননি সুশান্ত। উল্লেখ‍্য, পরিচালক শেখর কাপুর দাবি করেন, ‘পানি’র জন‍্যই অবসাদে ডুবে যান অভিনেতা। আদিত‍্য চোপড়া আরও জানান, যখন সঞ্জয় লীলা বনশালি তাঁর ছবি রামলীলার জন‍্য সুশান্তকে প্রস্তাব দেন তখন যশরাজ ফিল্মসের সঙ্গে তাঁর কোনও কন্ট্র‍্যাক্ট ছিল না।

sushant singh rajput 1
‘পানি’ প্রসঙ্গে শেখর কাপুরের সব দাবিই নস‍্যাৎ করে দেন আদিত‍্য চোপড়া। তিনি প্রশ্ন করেন, যদি ছবিটি নাই বানাতে চাইতেন তিনি তাহলে কেন ছবির পেছনে পাঁছ ছয় কোটি টাকা খরচ করলেন? যশরাজ ফিল্মসের সঙ্গে যে চুক্তি হয়েছিল সুশান্তের তাঁর তৃতীয় কিস্তি ছিল পানি।
এর আগে ইমেলের মাধ‍্যমে নিজের বয়ান পুলিসকে পাঠিয়ে দেন পরিচালক শেখর কাপুর। পুলিস সূত্রে খবর, বয়ানে পরিচালক লেখেন ওই ছবির জন‍্য পাঁচ-সাত কোটি টাকা প্রি প্রোডাকশনে খরচ করে যশরাজ ফিল্মস। ছবিতে গোরার চরিত্রে অভিনয়ের কথা ছিল সুশান্তের। শুটিং সেটেই দুজনের মধ‍্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ওই ছবির জন‍্য বেশ কয়েকটি ছবি সুশান্ত ছেড়ে দেন বলেও জানান পরিচালক।
ছবি বন্ধ হয়ে যাওয়ার কারন হিসাবে শেখর কাপুর জানিয়েছিলেন, ছবির চিত্রনাট‍্য নিয়ে আদিত‍্য চোপড়ার সঙ্গে তাঁর মতবিরোধ শুরু হয়। তার প্রভাব পড়ে ছবিতে এবং ছবিটি বন্ধ হয়ে যায়। সুশান্ত খবরটি জানতে পেরে ভেঙে পড়েন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর