হিন্দু ধর্মাবেগ নিয়ে ছেলেখেলা! রোষের মুখে পড়ে মাথা নোয়াতে বাধ‍্য হলেন আমির খান

বাংলাহান্ট ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের আবেগে বারবার আঘাতের অভিযোগ উঠছে আমির খানের (Aamir Khan) বিরুদ্ধে। ‘পিকে’ ছবিতে হিন্দু দেবদেবীদের নিয়ে রসিকতা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরবর্তীকালে ফের শিবলিঙ্গে দুধ ঢালা নিয়ে বিতর্কিত মন্তব‍্য করেছিলেন আমির। মিলিত জনরোষে ভরাডুবি হয় তাঁর শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’র। তবুও শিক্ষা হয়নি অভিনেতার।

সম্প্রতি তাঁর অভিনীত একটি বিজ্ঞাপনী ভিডিও নিয়ে ফের একবার বিতর্ক মাথাচাড়া দিয়েছে বিভিন্ন মহলে। একটি ব‍্যাঙ্কের বিজ্ঞাপনে হিন্দু বিয়ের রীতি বদলানোর বার্তা দিতে দেখা গিয়েছিল আমির এবং কিয়ারা আডবানীকে। বিয়ের পর সবসময় মেয়েদেরই কেন ছেলেদেরই বাড়িতে যেতে হবে? উলটোটা হতে পারে না কেন? এমনি প্রশ্ন তুলেছিলেন আমির।

Aamir vivek advertisement
পালটা ক্ষোভের মুখে পড়েন অভিনেতা এবং সংশ্লিষ্ট ব‍্যাঙ্ক কর্তৃপক্ষ। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তারা ব‍্যাঙ্ক থেকে নিজেদের অ্যাকাউন্ট সরিয়ে নিচ্ছেন। এমনকি বিতর্কের জল গড়িয়েছিল রাজনৈতিক মহল পর্যন্ত। চাপের মুখে পড়ে এবার বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ‍্য হয়েছে ব‍্যাঙ্ক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপনটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী লিখেছিলেন, ‘আমি বুঝতে পারিনা ব‍্যাঙ্ক কবে থেকে সামাজিক এবং ধার্মিক রীতি বদলানোর দায়িত্ব নিল? আমার মনে হয়, দুর্নীতিগ্রস্ত ব‍্যাঙ্কিং সিস্টেম বদলানোর জন‍্য পদক্ষেপ নেওয়া উচিত ওদের। এসব ফালতু কথাবার্তা বলবে আর তারপর বলবে হিন্দুরা ট্রোল করে। বোকার দল!’

প্রাচীনপন্থী নেটিজেনদের তরফেও সমালোচনার মুখে পড়েছিলেন আমির। অনেকে কটাক্ষ করেছিলেন, নিজের ধর্মের বিরুদ্ধে বলার মতো ক্ষমতা নেই অভিনেতার। তিন তালাক, হালাল প্রথা নিয়ে বলুক দেখি! হিন্দু ধর্ম সহিষ্ণু বলে বারবার এদিকেই আঘাত করেন আমির। এবার অভিনেতাকে উচিত শিক্ষা দিলেন নেটনাগরিকরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর