চুপিসারে বিয়ের পিঁড়িতে বাম মুখপাত্র সায়ন ব্যানার্জি, পাত্রী কে চেনেন? ফাঁস হল আমন্ত্রণপত্র

বাংলা হান্ট ডেস্ক : সুবক্তা হিসেবে তিনি বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতেও (Social Media) বেশ ভালোই সক্রিয়। রাজ্য হোক কী দেশ, যে কোনও ইস্যুতেই তার ক্ষুরধার বক্তব্যের সামনে থতমত খেয়ে যান শাসকদলের বাঘা বাঘা নেতারা। যে কারণে প্রায়শই সংবাদ শিরোনামে থাকেন এই রাজ্য বামফ্রন্টের মুখপাত্র। তিনি হলেন স্বনামধন্য অ্যাডভকেট সায়ন ব্যানার্জি (Sayan Banerjee)।

যদিও এবার আর রাজনীতি নয়, এবার তার সংবাদ শিরোনামে থাকার কারণ অন্য। হালকা শীতের এই বিয়ের মরসুমেই শুভ কাজ সেরে ফেলছেন সায়ন ব্যানার্জি। একেবারে চুপিসারে বিয়ের পিঁড়িতে (Marriage) বসতে চলেছেন তিনি। সূত্রের খবর, আগামী ১লা ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়বেন আইনজীবী সায়ন ব্যানার্জি।

সূত্রের খবর, পাত্রীর নাম তমাশ্রী (Tamashree), বাড়ি কোচবিহার। সায়নের মত তার পছন্দের পথও বাম কী না তা এখনও জানা যায়নি। লেখাপড়া ও কর্মজীবন নিয়ে কোনও তথ্য না মিললেও এই যুগলের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোনও ছবিতে হাতে হাত রেখে একসাথে পথ চলছেন তারা। তো কোনও ছবিতে আবার চায়ের কাপ হাতে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছেন।

আরও পড়ুন : শিব মন্দিরে ভাঙচুর, প্রজাতন্ত্র দিবসের আগে উত্তপ্ত হাওড়া! মমতার বিরুদ্ধে উস্কানির অভিযোগ বিজেপির

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে চোখে লাজুক চাহুনি তো মুখে লাজুক হাসি দুজনেরই। সম্প্রতি একটি বিয়ের কার্ডও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে লেখা আছে, বিয়ের তারিখ ও রিসেপশনের স্থান। কীভাবে সেখানে পৌঁছানো যাবে সেই পথনির্দেশও দেওয়া আছে ঐ কার্ডেই। চিরাচরিত নিয়ম মেনে কার্ড না ছাপিয়ে সম্পূর্ণ নিজের মত করে কার্ড ছাপিয়েছেন সায়ন। যে দেখবে সেই বলবে, এই কার্ড ইউনিকই বটে।

আরও পড়ুন : তেলে বেগুনে জ্বলছে পাকিস্তান, রাম মন্দির উদ্বোধন হতেই ছুটল রাষ্ট্রসংঘে! দাবি কী ভারতের প্রতিবেশীর?

mamata banerjee (1)

রিসেপশনের সময়ের জায়গায় লেখা আছে, ‘টাইম আবার কী! আমাদের বৌমারই সেজেগুজে আসতে হয়ত ৭টা বাজাবে।’ কোনও সাবেকি বিয়ের কার্ডে এমন লাইন হয়ত আপনারা দেখেননি। তারপর থেকেই সকলের মনে প্রশ্ন, বিয়ের কার্ড যদি এমন ইউনিক হয় তাহলে বিয়ে কেমন হবে? বাম মুখপাত্র সায়ন যে সাবেকি হিন্দু মতে বিয়ে করবেননা সেকথা তো বলাই বাহুল্য। যদিও এই উত্তর জানার জন্য আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর