অজ্ঞাত বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়িকার

বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগৎ থেকে প্রায়ই দুর্ঘটনা বা মৃত্যুর খবর আসতে থাকে। কিন্তু সম্প্রতি এমন একটি খবর প্রকাশ্যে এল যা শুনে বুক কেঁপে উঠেছে সবার। পাকিস্তানে অজ্ঞাত বন্দুকবাজের হামলায় প্রয়াত আফগান গায়িকা হাসিবা নূরি (Hasiba Noori)। বছর দুই আগে তালিবানের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছিলেন তিনি। কিন্তু হঠাৎ তাঁর উপরে হামলার কারণ কী তা জানা যায়নি। 

আফগানিস্তানের এক সমাজকর্মী প্রথম হাসিনার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। গায়িকার ছবি শেয়ার করে তিনি টুইট করেন, ‘পেশোয়ারে আফগান গায়িকা হাসিবা নূরির হত্যার খবর শুনে স্তব্ধ। নয় মাস আগে এক সাক্ষাৎকারে তালিবানদের অত্যাচার এবং আফগান মেয়েদের জীবন নিয়ে কিছু কথা বলেছিলেন তিনি। তাই নিজের বাকি পরিবারকে কাবুলে রেখে মায়ের সঙ্গে ইসলামাবাদে থাকতেন তিনি।’

Afghan singer hasiba noori died

হাসিবার আত্মার শান্তি কামনা করে তিনি লেখেন, হাসিবার মা সমাজের বিপরীতে গিয়ে তাঁকে স্বাধীনতা দিয়েছিলেন নিজের পছন্দের কাজগুলো করার। আফগানিস্তান এবং তার আশেপাশের দেশগুলিতে থাকা আফগান নারী পুরুষদের সুরক্ষার বিষয়েও গলা চড়ান তিনি।

এখন প্রশ্ন হচ্ছে কে এই হাসিবা নূরি? আফগানিস্তানের কতিপয় গায়িকাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন হাসিবা। ‘পশতুন’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। মূলত লোকগীতিকে আধুনিক ভাবে গেয়ে খ্যাতি পেয়েছিলেন তিনি। বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে তাঁর।

২০২১ সালে আফগানিস্তানে তালিবান শাসন শুরু হতে আরো কয়েকজন শিল্পীর সঙ্গে আফগানিস্তান থেকে পালিয়ে আসার সিদ্ধান্ত নেন হাসিবা। পাকিস্তানে আস্তানা খুঁজে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। হাসিবা অবশ্য একা নন। ২০১২ সালে এক পাকিস্তান গায়কও তালিবানের হাত ছাড়িয়ে পালানোর পর পরবর্তীকালে পেশোয়ারে খুন হন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর