কোনও মহিলাও হতে পারেন ভারতীয় সেনার প্রধান, বড় বয়ান দিলেন সেনাপ্রধান মুকুন্দ নারাভানে

বাংলাহান্ট ডেস্কঃ গত সেপ্টেম্বরেই সুপ্রিম কোর্ট দিয়েছিল এক ঐতিহাসিক রায়। এবার থেকে মেয়েরাও সুযোগ পাবে ন্যাশনাল ডিফেন্স অ‌্যাকাডেমি ও সেনা স্কুলে পাঠ নিতে। ছেলেদের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে পড়তে পারবে মেয়েরাও। এবার এই বিষয়েই এক বড় মন্তব্য করলেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে (MM Naravane)।

শুক্রবার পুণেতে এনডিএ-র পাসিং আউট প্যারেডে উপস্থিত ছিলেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। সেখান থেকেই তিনি বলেন, ‘আমি আশাবাদী যে, আজ থেকে ৪০ বছর পর ঠিক আমার এই জায়গাই হয়ত কোন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখবেন আপনারা। এবার এনডিএ-র দরজা আমরা মহিলাদের জন্যও খুলে দিয়েছি। এবার থেকে মহিলারাও এখানে পঠনপাঠনের জন্য অংশ নিতে পারবেন, পাবেন পুরুষদের মতই সমান অধিকার’।

তিনি আরও বলেন, ‘আশা করব মহিলা পুরুষ নির্বিশেষে সকলকেই পেশাদারিত্ব ও সততার সঙ্গে স্বাগত জানাবেন আপনারা। পরিকাঠামোয় কিছুটা পরিবর্ত হলেও, প্রশিক্ষণের মান একই থাকবে মহিলা ও পুরুষ ক্যাডারদের। মহিলা ক্যাডাররাও পুরুষ সঙ্গীদের মতোই কাজ কর্ম দক্ষতার পরিচয় দিতে পারবেন বলে আমি মনে করি’।

পূর্বে ন্যাশনাল ডিফেন্স অ‌্যাকাডেমি ও সেনা স্কুলে শুধুমাত্র ছেলেদের পড়াশুনার অধিকার ছিল। এমনকি সেনা অ‌্যাকাডেমিতে মেয়েদের পরীক্ষায় বসার অনুমতিটুকুও ছিল না। যে বিষয়ে শীর্ষ আদালতের থেকে তীব্র ভর্ৎসনা সহ্য করতে হয়েছিল কেন্দ্রকে। তবে সেনার সার্ভিস চিফরা সেই সিদ্ধান্তের বদল ঘটিয়ে এক ঐতিহাসিক বিষয়ের সূচনা করেন। এবার থেকে ন্যাশনাল ডিফেন্স অ‌্যাকাডেমি ও সেনা স্কুলে মেয়েদেরও পঠনপাঠনের অনুমতি দেওয়া হয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর