৮৭ বছর পর ষ্টেশনে পৌঁছাল ট্রেন, খুশিতে পুজো অর্চনা করল গ্রামবাসী

বাংলাহান্ট ডেস্কঃ ৮৭ বছর পর নির্মালি (nirmali) নগরবাসীর স্বপ্ন সত্যি হল। ট্রেনের (train) ইঞ্জিন এসে পৌঁছাতেই, হুইসেল দিতেই এলাকাবাসী জড়ো হল স্টেশনে। সেইসঙ্গে পুজো অর্চনাও শুরু করে দিল। শ্লোগান দিল- ‘মোদী আছে বলেই সব সম্ভব’। আসনপুর-কুফা থেকে সরাইগড়-নির্মালী রেলপথের কাজ শেষ হতেই রাধোপুর থেকে নির্মালির মধ্যে গতি পরীক্ষার জন্য প্রথম ইঞ্জিন পাঠানো হয়েছিল।

এদিন এই ইঞ্জিন দেখতে গ্রামের প্রচুর মানুষ সেখানে উপস্থিত ছিলেন। রেলওয়ের অনেক কর্মকর্তারা এবং কর্মচারীরাও উপস্থিত ছিলেন ষ্টেশনে। ৮৭ বছর পর আবারও এই ষ্টেশনে ট্রেন আসায় মানুষজন পুজো করে ট্রেনের ইঞ্জিনকে স্বাগত জানায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে জয়ধ্বনি দেয়।

jjk6cnsbmu8yvbce 1591791559

১৯৩৪ সালে ভূমিকম্পের ফলে সরাইগড়-নির্মালি রেলপথ বন্ধ হয়ে গিয়েছিল। বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সরাইগড়-নির্মালি রেলপথ। তারপর ২০০৩ সালের ৬ ই জুন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নির্মালি কলেজ থেকে কোসি নদীর উপর মহাসেতুর শিলান্যাস করেছিলেন।

এরপর ২০২০ সালের ১৮ ই সেপ্টেম্বর মহাসেতু নির্মিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসনপুর কপাহা স্টেশন থেকে আবারও রেল পরিষেবা চালু করেন। তবে বর্তমানে আবারও জুড়ে গিয়েছে সরাইগড়-নির্মালি রেলপথ। এখন থেকে ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে নির্মালি রেলস্টেশন। তবে প্রস্তুত হয়ে গেলেও, ট্রেন চলাচল এখনও শুরু হয়নি। এখন শুধু স্পীড ট্রায়াল চলছে। শীঘ্রই চালু হবে রেল চলাচল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর