শুরুতে ব্যাটিং ধ্বস সামলে লর্ডসে দিন শেষে এখনও হাওয়া ভারতের পালেই

বাংলা হান্ট ডেস্কঃ লর্ডসে গতকাল দিনের শেষ পর্যায়ে অধিনায়ক কোহলিকে হারালেও মোটের উপর ভালো অবস্থানে ছিল ভারতীয় দল। একদিকে যেমন অপরাজিত ছিলেন শতরানকারী কে এল রাহুল তেমনি অন্যদিকে ভরসাযোগ্য রাহানের হাত ধরে বড় রানের স্বপ্ন দেখছিল ভারত। যদিও আজ সকালে বেশ কিছুটা খেলা ঘুরিয়ে দেয় ইংল্যান্ড। নিজের ইনিংসে মাত্র ২ রান যোগ করে রবিনসনের বলে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। তার ১২৯ রানের ইনিংস শেষ হতে না হতেই ফের একবার আন্ডারসনের বলে রাহানেকে হারিয়ে বড় ধাক্কা খায় ভারত।

২৮২ রানে অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরলেও হাল ধরেন পান্থ এবং জাদেজা। কিন্তু ইনিংস বেশি বড় করতে পারেননি কেউই। ৫৮ বলে ৫ টি বাউন্ডারি দিয়ে ৩৭ রানের ইনিংস খেলে স্বপ্ন দেখালেও কার্যত মার্ক উডের বলে ‘প্রি-ম্যাচিউর এন্ড’ হয় পান্থের। এরপর কার্যত টেল এন্ডারদের নিয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন জাদেজা। কিন্তু শামি, ঈশান্ত, বুমরা কেউই ক্রিজে টিকে থাকতে পারেনি বেশিক্ষণ। অবশেষে ব্যক্তিগত ৪০ রানে জাদেজাকেও ফিরিয়ে দেন উডই। ফলত ৩৬৪ রানেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ইংল্যান্ডের হয়ে মাত্র ৬২ রান দিয়ে ৫ উইকেট দখল করেন আন্ডারসন। অন্যদিকে দু’টি করে উইকেট ভাগ করে নেন রবিনসন এবং উড। একটি উইকেট শিকার করেন অফস্পিনার মঈন আলি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি ইংল্যান্ডের জন্য। কার্যত ওপেনার শিবলীকে ১১ রান এবং হাসিব হামিদকে ‘গোল্ডেন ডাক’-এ ফিরিয়ে লর্ডসে ঝড় তুলে দিয়েছিলেন সিরাজ। কিন্তু আজ ভারতের এই দুর্দান্ত ঝড় রুখে দেন অধিনায়ক জো রুট এবং পিচে টিকে থাকা ওপেনার ররি বার্নস। আজ ভারতকে যথেষ্ট বেগ দেন তারা।

20210813 230056

কিন্তু দিনের একদম শেষ পর্যায়ে ফের একবার অভিজ্ঞতার মূল্য বুঝিয়ে দেন মোহাম্মদ শামি। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ররি বার্নসকে ব্যক্তিগত ৪৯ রানের মাথায় এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে আজ বার্নসের ইনিংস ছিল সত্যিই ওপেনারোচিত। শেষ বেলায় ধৈর্যচ্যুতি ঘটলেও ১৩৬ বলে ৭ টি বাউন্ডারি দিয়ে যে ইনিংস সাজিয়েছিলেন তিনি তা ছিল খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে অধিনায়ক রুটকেও আজ দেখিয়েছে বদ্ধপরিকর। ট্রেন্টব্রিজের ফর্ম এই ম্যাচেও সুন্দর ভাবে কাজে লাগিয়েছেন তিনি। আপাতত দিনশেষে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। যদিও তাদের সামনে এখনও লিড যথেষ্ট বড়। তবে ক্রিজে ৪৮ রানে অপরাজিত রয়েছেন রুট। অন্যদিকে সঙ্গ দিচ্ছেন বেয়ারস্টোও। আর তাই কাল ভারতের প্রথম লক্ষ্য হবে অধিনায়ক রুটকে যত তাড়াতাড়ি সম্ভব প্যাভিলিয়নে ফেরত পাঠানো।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর