অযোধ্যার পর এবার সবরিমালা-রাফাল! বৃহস্পতিবার আরও দুই গুরুত্বপূর্ণ মামলার রায় দেবেন রঞ্জন গগৈ

বাংলা হান্ট ডেস্ক :চলতি বছরেই তিনি অবসর নেবেন তাই অনেক দিন আগে থেকেই দীর্ঘ কয়েক দশক ধরে চলা ঐতিহাসিক অযোধ্যা মামলার নিষ্পত্তি করতে চেয়েছিলেন। তাঁর নির্দেশেই অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে অযোধ্যা মামলার সমস্ত শুনানি শেষ করা হয়েছে, 9 নভেম্বর তারিখে ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়দান সম্পূর্ণ হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ বহু চর্চিত মামলার নিষ্পত্তি ঘটিয়েছে। তবে এ বার পালা সবরিমালা এবং রাফাল মামলার।Ranjan Gogoi

সমস্ত শুনানি শেষ হয়ে গিয়েছে, অযোধ্যা মামলার নিষ্পত্তির পরেই গুঞ্জন উঠেছিল অবসরের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সবরিমালা এবং রাফল মামলার রিট পিটিশনের রায় দেবে। অবশেষে বৃহস্পতিবার সেই রায় ঘোষণার দিন ধার্য হল। 10 বছরের কম এবং 50 বছরের বেশি অর্থাত্ ঋতুমতী মহিলাদের সবরিমালা প্রবেশ করতে দেওয়া যাবে না আর এই নিয়েই শুরু হয়েছিল কেরলের সবরিমালা রিট পিটিশন ।

যদিও আগে থেকেই সুপ্রিম কোর্ট শতাব্দী প্রাচীন এই প্রথা তুলে দিয়েছিল কিন্তু এই প্রথার বিরোধিতা করায় সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবারও রিট পিটিশন দাখিল করে মন্দির কর্তৃপক্ষ। রায় পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হয় মন্দির পরিচালন কর্তৃপক্ষের তরফে।যদিও কেরল সরকারের তরফ থেকে আদালতের এই রায় গ্রহণ করা হয়েছিল কিন্তু তাতে বাধ সেধেছে মন্দির পরিচালন কর্তৃপক্ষ,

অবশেষে, দীর্ঘ এক বছর ধরে পুনর্বিবেচনার পর অবশেষে বৃহস্পতিবার এই ঐতিহাসিক শতাব্দী প্রাচীন সবরীমালা মন্দিরের নিয়ম বিধি নিয়ে রায় দেবে। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা হল রাফাল মামলা। ফ্রান্সের এক সংস্থার কাছে রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে বিরোধীদের অভিযোগ শেষে মামলাটি দেশের শীর্ষ আদালতে স্থানান্তরিত হয়।

যদিও বিরোধীদের দাবি খারিজ করা হয়েছিল শীর্ষ আদালতের তরফে কিন্তু আবারও রাফাল মামলা নিয়ে রিট পিটিশন দাখিল করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিন্হা ও অরুণ শৌরি এবং সমাজ কর্মী ও আইনজীবীরা। শুনানি শেষ হয়েছে তাই রায় ঘোষণা হবে আগামী কাল। 10 মে তারিখে শুনানি শেষ হয়েছে।

17 নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবসরের কয়েক দিন আগে আরও দুই গুরুত্বপূর্ণ মামলার রায়দান হবে। কেন্দ্রীয় সরকার এবং মামলাকারীদের বক্তব্য শোনার ছয় মাস পরে রায় ঘোষণা হবে ঐতিহাসিক রাফাল মামলার।

সম্পর্কিত খবর