করোনার ভ্যাকসিন নেওয়ার পর অন্য ভাষায় কথা বলা শুরু করল ব্যক্তি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় আজকাল একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। ওই ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে করোনার ভ্যাকসিন নেওয়ার অভিজ্ঞতা মজাদার ছলে বলতে শোনা যাচ্ছে। কিন্তু কথা বলতে বলতে ব্যক্তির আওয়াজ বদলে যাচ্ছে আর সে অন্য ভাষায় কথা বলতে শুরু করছে।

ভিডিওটি বিজনেসম্যান হর্ষ গোয়েঙ্কা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তবে ভিডিওটিতে ব্যক্তির মুখ দেখা যাচ্ছে না। ভিডিওটির একদিকে একটি ইঞ্জেকশন আরেকদিকে এক ব্যক্তির ছবি দেখা যাচ্ছে। হর্ষ গোয়েঙ্কা ক্যাপশনে লিখেছেন, এটা চীনের ভ্যাকসিনের প্রভাব। ভিডিওতে ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে, করোনার ভ্যকসিন নেওয়ার পর তাঁর মধ্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আর এই বলতে বলতেই ব্যক্তির কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্যক্তিকে অন্য ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। এখনও পর্যন্ত ভিডিওটি প্রায় ১৬ হাজার মানুষ দেখেছেন। সবাই ভিডিওতে মজার মজার কমেন্ট করছেন। অনেকেই আবার অন্য ভাষা শেখার এটাই সবথেকে সহজ পদ্ধতি বলে জানাচ্ছেন। আবার কিছু মানুষ বলছেন, চীনের জিনিষের প্রভাব এরকমই হয়। তবে এই ভাইরাল ভিডিওর সত্যতা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর