ED অতীত! এবার সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ, রাতের অন্ধকারে ক্যাম্পে ঢুকে…ভয়ঙ্কর কাণ্ড!

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরু থেকেই সংবাদের শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। দেখতে দেখতে চার মাস কেটে গেলেও চর্চা থামছে না। গত ৫ জানুয়ারি এই গ্রামে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি (ED) আধিকারিকরা। প্রাণ বাঁচাতে পালাতে হয়েছিল তাঁদের। এবার হামলার মুখে পড়লো পুলিশ (Police)। রাতের অন্ধকারে ক্যাম্পে ঢুকে হামলা করল একদল দুষ্কৃতী।

লোকসভা ভোটে এমনিতেই অনেকের নজর রয়েছে সন্দেশখালির দিকে। অতীতে একাধিকবার পশ্চিমবঙ্গের (West Bengal) আইনশৃঙ্খলার দিকে আঙুল তুলেছে বিজেপি। ইডির ওপর হামলার ঘটনা সেই অস্বস্তি আরও কিছুটা বাড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ।

সোমবার রাতে শীতুলিয়া পুলিশ ক্যাম্পের ভেতর ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। এরপর একজন পুলিশ কনস্টেবলের ওপর হামলা চালায় তাঁরা। মাথায় রড দিয়ে আঘাত করা হয় বলে খবর। ইতিমধ্যেই সেই কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন তিনি।

আরও পড়ুনঃ নেতা নয়, এবার রাজ্যের এই ধনকুবেরকে তলব ED-র! কোন মামলায়? ভোটের মুখে শোরগোল

পুলিশ ক্যাম্পে ঢুকে কনস্টেবলের (Police Constable) ওপর হামলার এই ঘটনায় ইতিমধ্যেই সন্দেহভোজন ৩ জনকে আটক করেছে সন্দেশখালি থানার পুলিশ। আচমকা কেন হামলা করা হল? সেই কারণ খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালির নেতা শেখ শাহজাহানের বাড়িতে উপস্থিত হয়েছিলেন ইডি আধিকারিকরা। তবে তাঁর বাড়িতে ঢোকার আগেই উত্তেজিত জনতা তাঁদের ওপর হামলা করে। রীতিমতো পালিয়ে বাঁচতে হয় তাঁদের। শাহজাহান এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে ওঠে হামলার অভিযোগ।

police constable attacked in sandeshkhali

শাহজাহান ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। বর্তমানে ইডি পেটানোর ঘটনার তদন্ত করছে সিবিআই। এসবের মাঝেই সামনে এল পুলিশের ওপর হামলার খবর। লোকসভা ভোটের মুখে এই ঘটনা শাসক দলের অস্বস্তি বাড়াতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। তবে আচমকা কেন এক পুলিশ কনস্টেবলের ওপর হামলা করা হল, সেই প্রশ্নও উঁকি দিয়েছে অনেকের মনে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর