কর্মজীবন থেকে অবসর নিয়েছেন মা! হেলিকপ্টারে করে ঘুরিয়ে চাঁদ, মঙ্গলে জমি উপহার দিল ছেলে

বাংলা হান্ট ডেস্ক: পিতা-মাতাদের (Parents) কাছে সন্তানেরা হল সবচেয়ে অমূল্য সম্পদ। আর তাই, সমস্ত দুঃখ-কষ্ট মেনে নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সন্তানদের ভালো মানুষ করার চেষ্টা করেন সকলে। পাশাপাশি, একটা সময়ের পর সন্তানদেরও বাবা-মায়েদের জন্য কিছু করার সুযোগ আসে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন একটি প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপিত করব যা খুব সহজেই ছুঁয়ে যাবে সকলের মন। মায়ের কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর একের পর এক উপহারে সময়টিকে রঙিন করে তুললেন ছেলে।

জানা গিয়েছে, সম্প্রতি রাজস্থানের আদর্শ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষিকা বিমলা দেবী তাঁর কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। এমতাবস্থায়, তাঁর ছেলে অরবিন্দ কুমার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি ঘটান। শুধু তাই নয়, মায়ের জন্য তিনি ব্যবস্থা করেছেন একের পর এক চমকপ্রদ উপহারের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলার লক্ষ্মণগড় মহকুমা এলাকার ঘাসসু গ্রামে।

মায়ের অবসরের পর বাবা-মাকে নিয়ে আনন্দ করলেন ছেলে: জানা গিয়েছে, অরবিন্দ কুমার তাঁর মাকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণ করার পরিকল্পনা করেন। এমতাবস্থায়, গ্রামে হেলিকপ্টার আসার খবর পেয়ে গ্রামবাসীরা হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান। গুরু পূর্ণিমার দিনে ঘাসু গ্রামের আদর্শ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকার পদ থেকে অবসর গ্রহণ করেন বিমলা দেবী। এমতাবস্থায়, তাঁর ছেলে অরবিন্দ কুমার দিল্লি থেকে একটি হেলিকপ্টার ভাড়া করেছিলেন। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিও করেন তিনি। যা উপভোগ করেন গ্রামবাসীরাও।

ছেলে হেলিকপ্টার মারফত ভ্রমণ করিয়েছেন: এদিকে, স্বাভাবিকভাবেই এটি একটি নজিরবিহীন ঘটনা। মূলত, দিনটিকে স্মরণীয় করে রাখতেই বাবা-মাকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণের পরিকল্পনা করেন অরবিন্দ কুমার। তবে, শুধু হেলিকপ্টারে চড়িয়েই ক্ষান্ত থাকেন নি তিনি। বরং, তিনি দিয়েছেন আরও বড় চমক!

WhatsApp Image 2022 07 31 at 6.45.44 PM

জানা গিয়েছে, ইতিমধ্যেই অরবিন্দ তাঁর বাবা-মাকে একটি বিলাসবহুল গাড়ি সহ ভার্চুয়াল মেটাভার্সের ভিতরে একটি বাড়ি এবং চাঁদ ও মঙ্গলে একটি করে জমি উপহার দিচ্ছেন। এদিকে, ছেলের কাছ থেকে এই বিরাট উপহারগুলি পেয়ে রীতিমতো গর্বিত হয়েছেন অরবিন্দের বাবা-মা। পাশাপাশি, ঘাসসু গ্রামের বাসিন্দারাও তাঁর প্রশংসা করেছেন। জানা গিয়েছে, এই আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, অরবিন্দ ২০২০ সাল থেকে পাইওনিয়ার এভিয়েশন ইনস্টিটিউটে পাইলট প্রশিক্ষণ কোর্স করছেন। এছাড়াও, তিনি পাঁচ বছর যাবৎ নিজস্ব আইটি কোম্পানির সাথেও যুক্ত ছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর