লজ্জার হারের পর আফসোসের সময় নেই, আরও একটা দ্বিপাক্ষিক সিরিজে নামছে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতকে সাক্ষী থাকতে হয়েছে এর একটি লজ্জার হারের। অ্যাডিলেডের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হারের মুখোমুখি হয়েছে রোহিত শর্মারা। জস বাটলার ও অ্যালেক্স হেইলস কার্যত গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বোলিংকে। আরও একবার ওপেনারদের ব্যর্থতা ডুবিয়েছে ভারতকে। কিন্তু এসব নিয়ে আপাতত ভাবার সময় নেই ভারতীয় ক্রিকেটারদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই বিপর্যয়ের পর সব ভারতীয় ক্রিকেটাররা দেশে ফিরতে পারছেন না। কিছু ক্রিকেটার আপাতত কয়েকদিন অস্ট্রেলিয়াতে থেকে যাবেন এবং তারপর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে উড়ে যাবেন নিউজিল্যান্ডের মাটিতে। ভারতীয় স্কোয়াডের মোট আটজন ক্রিকেটারী থেকে যাচ্ছেন অস্ট্রেলিয়ার।

দেশে ফিরবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, রবি অশ্বিন, মহম্মদ শামি এবং দীনেশ কার্তিক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের যেহেতু তারা দলে নেই সেই জন্য তারা দেশে ফিরে আসছেন এবং দেশের মানুষের প্রশ্নের মুখোমুখি হতে হবে তাদের। যদিও পরের মাসেই বাংলাদেশ সফরে এদের মধ্যে কয়েকজনকে ফের ভারতীয় দলে যোগ দিতে হবে।

নিউজিল্যান্ডের মাটিতে ১৮ই নভেম্বর থেকে আরম্ভ হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ২৫ শে নভেম্বর থেকে আরম্ভ হবে তিন ম্যাচের ওডিআই সিরিজ। চলতি মাসের শেষ দিনে ক্রাইস্ট চার্চের নিউজিল্যান্ড সফল সমাপ্ত করে কিছু ক্রিকেটার সরাসরি বাংলাদেশ শহরের জন্য বাংলাদেশে উড়ে যাবেন বাকিরা ভারতে ফিরে আসবেন।

মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি দল নামছে এই সিরিজে। আসন্ন ২০২৩ সালে ঘরের মাটিতে রয়েছে ওডিআই বিশ্বকাপ। এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যে স্কোয়াডটি ছিল তাতে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে ওডিআই বিশ্বকাপের সময়। তরুণ ক্রিকেটারদের কাছে এটা একটা বড় সুযোগ দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার। নিউজিল্যান্ডের মাটিতে তাই নিজেদের প্রমাণ করার বাড়তি তাগিদ থাকবে শুভমান গিল, সঞ্জু স্যামসনদের মধ্যে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর