পুরী না গোয়া, কোথায় আছেন নবনীতা? ছবি আর কথার মধ্যে বিস্তর ফারাক! ঘনাচ্ছে রহস্য

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal) এবং নবনীতা দাস (Nabanita Das)। টলিউডের (Tollywood) এই পাওয়ার কাপলের বিচ্ছেদের খবরে অবাক হয়েছেন সকলেই। গত ২৯ জুন ফেসবুক পোস্টে প্রথমবার আলাদা হওয়ার খবর সামনে আনেন নবনীতা। আর তারপর থেকেই পেজ থ্রি-র চর্চিত টপিক হয়ে ওঠে এই তারকা দম্পতি।

তার উপর গত ২৮ অগাস্ট নবনীতার গোয়া ভ্রমণ নিয়ে তো আলাদাই গুঞ্জন ওঠে সোশ্যাল মিডিয়ায়। একদিকে ঐদিন ছিল অভিনেতা জিতুর জন্মদিন অন্যদিকে নবনীতার একটি ছবিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ছবিতে দেখা যায়, পুলসাইডে একটি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছেন নায়িকা।

   

আর ঐ একই বারান্দায় দাঁড়িয়ে ছবি তুলেছেন স্নেহাল অধিকারী নামের এক ব্যবসায়ী। আর তাকে নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। তিনি নাকি নবনীতার বেজায় ঘনিষ্ঠ। দুজনে আলাদা আলাদা ছবি পোস্ট করলেও হোটেলের ব্যালকনিতে অনেক মিল খুঁজে পেয়েছেন নেটিজনরা। সোশ্যাল মিডিয়ায় রব ওঠে জিতুর জন্মদিনে নাকি বিশেষ বন্ধুর সাথে গোয়ায় ছুটি কাটাচ্ছেন নায়িকা।

এই বিষয়ে কথ বলার জন্য নবনীতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটা দিনই শুটিং থেকে ছুটি পেয়েছেন তিনি। তাই বাড়ির কাজে ব্যস্ত। এই ব্যস্ততার কারণেই নাকি পুজো দিতে পুরীতে জগন্নাথদেবের মন্দিরে পুজো দিতে যাওয়ারও সময় পাচ্ছেননা। জানিয়ে রাখি এই মুহূর্তে নায়িকাকে দেখা যাচ্ছে ‘বিয়ের ফুল’ সিরিয়ালে।

নবনীতার কথায়, “আমি তো শুটিং করছিলাম। এ সব আবার কখন রটল! রাজা (গোস্বামী) নতুন গাড়ি কিনেছে। আমাদের তাই খাওয়াল। স্নেহাল আমার নতুন বন্ধু। কয়েক মাস হল আলাপ হয়েছে। তার সঙ্গে তো এমন কোনও কথা রটা উচিত নয়। পরশু অর্থাৎ রবিবার রাত ১২টার সময় জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছি। এগুলো যে কেন রটে, আমি সত্যিই মাঝেমাঝে বুঝতে পারি না।”

what are the nabanita das and jeetu kamals divorce reasons 1264x720

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ডিভোর্সের জন্য আবেদন করেছেন নায়িকা। এরপর তাদের ছয় মাসের নোটিশ দেওয়া হয়‌। এই অগাস্টেই সেই ছয় মাসের মেয়াদ পূর্ণ হবে। এরপরেই আসবে ডিভোর্সের শংসাপত্র। এইমুহুর্তে তারা একসাথেও থাকছেননা। নবনীতা রয়েছেন তার নিজের বাড়িতেই। ডিভোর্স প্রসঙ্গে নবনীতা মাঝেমধ্যে মুখ খুললেও জিতু একেবারেই চুপ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর