কপাল পুড়ল চিনের! স্মার্টফোনের পর ভারতেই ল্যাপটপ তৈরি করবে Samaung, হয়ে গেল ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক: স্মার্টফোন (Smartphones) থেকে শুরু করে ল্যাপটপ (Laptop) কিংবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস, প্রতিটি ক্ষেত্রেই টেক প্রেমীদের কাছে অন্যতম পছন্দের ব্র্যান্ড হল Samsung। কয়েকদিন আগেই এই সংস্থার তরফে জানানো হয়েছিল যে, গ্যালাক্সি S24 সিরিজের (Samsung Galaxy S24 Series) স্মার্টফোন উৎপাদন ভারতে শুরু করছে Samsung। তবে, এবার আরও একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মোবাইলের পাশাপাশি এবার ভারতে ল্যাপটপও তৈরি করবে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়েন্ট।

এমতাবস্থায়, সংস্থার এহেন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের “মেক ইন ইন্ডিয়া” কর্মসূচিকেও ত্বরান্বিত করবে। তবে, এই সিদ্ধান্ত সামনে আসার পরেই যে প্রশ্নটি উঠতে শুরু করেছে সেটি হল দেশের কোথায় ল্যাপটপ তৈরি করবে সংস্থা। সামনে এসেছে সেই উত্তরও। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, যে, নয়ডার কারখানাতে তৈরি করা হবে ল্যাপটপের উৎপাদন। পাশাপাশি, অত্যাধুনিক ল্যাপটপ অ্যাসেম্বেলও হবে সেখানে।

After smartphones, Samaung will make laptops in India

ইতিমধ্যেই সংস্থার এক শীর্ষ আধিকারিক এই বিষয়ে ইঙ্গিতই দিয়েছেন। মূলত, Samsung Electronics-এর প্রেসিডেন্ট টি এম রোহ জানিয়েছেন, তাঁরা ভারতে ল্যাপটপ উৎপাদনের প্রস্তুতি নিয়েছে। এর পাশাপাশি তিনি আরও জানান, উৎপাদনের ক্ষেত্রে ভারত তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই এই প্রকল্পের লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় স্তরে তাঁরা একাধিক সমর্থন পেয়েছেন।

আরও পড়ুন: লক্ষ লক্ষ Paytm গ্রাহকদের জন্য দরজা খুলে দিল SBI! RBI-এর নিষেধাজ্ঞার পর বড় পরিকল্পনা ব্যাঙ্কের

কমবে চিনের ওপর নির্ভরতা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বর্তমানে ভারতে বিক্রি হওয়া Samsung -এর ল্যাপটপগুলি চিন অথবা ভিয়েতনাম থেকে তৈরি হয়ে এদেশে আসে। তবে, নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উৎপাদনের ক্ষেত্রে এই দুই দেশের ওপর নির্ভরতা কমবে সংস্থার। এর পাশাপাশি এটি নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রেও একটি বড় বিষয় হিসেবে বিবেচিত হবে। এদিকে, ইতিমধ্যেই বিশ্বের একাধিক বৃহৎ সংস্থা উৎপাদনের ক্ষেত্রে ভারতের প্রতি আকৃষ্ট হচ্ছে। পাশাপাশি, Apple-ও ভারতে iPhone উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও পড়ুন: পেট্রোল-CNG-র চেয়েও চলবে সস্তায়! খরচের চিন্তা কমিয়ে দেবে নতুন WagonR, রয়েছে দুর্দান্ত ফিচার্স

উল্লেখ্য যে, Samsung ১৯৯৬ সালে ভারতে প্রথম রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করে। বর্তমান সময়ের পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে আমাদের দেশে Samaung-এর ৭০ হাজারের বেশি কর্মচারী রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল সমগ্ৰ বিশ্বের মধ্যে Samsung-এর দ্বিতীয় বৃহত্তম কারখানা অবস্থিত রয়েছে নয়ডায়। পাশাপাশি সংস্থার বৃহত্তম রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টার অবস্থিত রয়েছে বেঙ্গালুরুতে। যেখানে প্রায় ৩,৫০০ জন কর্মচারী কাজ করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর