গরমের ছুটি বাড়লো রাজ্যের স্কুলগুলিতে, স্কুল খোলার নতুন দিন জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : গরমের ছুটি বৃদ্ধি পেল রাজ্যের স্কুলগুলিতে। শিক্ষা দপ্তর গতকাল জানায় ৫ ও ৭ ই জুন স্কুল খোলার ব্যাপারে। কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বৃদ্ধির ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী বুধবার জানিয়েছেন, আরো দশ দিন গরমের ছুটি বাড়ানো হয়েছে স্কুলগুলোতে।

গরমের ছুটি চলবে আগামী ১৪ই জুন পর্যন্ত। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খুলবে আগামী ১৫ই জুন। গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আগামী কয়েক দিন একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই।

এমন অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে গরমের ছুটির বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গতকাল বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় আগামী ৫ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং ৭ জুন প্রাথমিক স্কুল খুলবে। কিন্তু রাজ্যে এখন রীতিমত তাপপ্রবাহের অবস্থা।

এই অবস্থায় সরকার সিদ্ধান্ত নিয়েছে গরমের ছুটি বৃদ্ধির। প্রাথমিকভাবে ঠিক ছিল চলতি বছরে গরমের ছুটি পড়বে ২৪ শে মে থেকে। কিন্তু অত্যাধিক পরিমাণ গরম পড়ায় শিক্ষা দপ্তর ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করে। কিন্তু সেই সময় জানানো হয়নি স্কুল কবে খুলবে। সূত্রের খবর স্কুল খোলার ব্যাপারে জানতে চাই মধ্যশিক্ষা পর্ষদ চিঠি দিয়েছিল শিক্ষা দপ্তরকে।

school teacher (1)

কিন্তু রাজ্যে ক্রমবর্ধমান গরম চিন্তায় ফেলেছিল শিক্ষা দপ্তরকে। এরপর শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নেয় গরমের ছুটি বৃদ্ধির। গতকালের বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী আরো দশ দিন গরমের ছুটি বৃদ্ধি করলো শিক্ষা দপ্তর। আগামী ১৫ই জুন থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর