ফের বর্ণবৈষম্য নিয়ে সরব হলেন ড্যারেন সামি, বাউন্সারের বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

কয়েকদিন আগে মার্কিন পুলিশের অত্যাচারের ফলে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লুয়েদের মৃত্যুর পর গোটা বিশ্বের মানুষ বর্ণ বৈষম্য নিয়ে সরব হয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ দেখা গিয়েছে বর্ণ বৈষম্য নিয়ে। বর্ণবৈষম্যের আচ পড়েছে ক্রিকেটেও। ক্যারিবিয়ান ক্রিকেটাররা বর্ণবৈষম্যের ব্যাপারে মুখ খুলেছেন, বর্ণবৈষম্যের ব্যাপারে মুখ খুলেছেন প্রাপ্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি। সামি অভিযোগ করেছিলেন যে হায়দ্রাবাদে আইপিএল খেলতে তিনি বর্ণবৈষম্যের শিকার হয়েছেন পরে অবশ্য তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নেন। এবার ফের বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুললেন সামি।

এবার ক্রিকেটে বাউন্সার নিয়ে বর্ণ বৈষম্যের অভিযোগ তুললেন ড্যারেন সামি। সামির মতে বিশ্ব ক্রিকেটে ক্যারিবিয়ান পেসারদের দাপট কমানোর জন্যই বাউন্সারের ব্যাপারে বিধি- নিষেধ আরোপ করা হয়েছে। এইদিন সামি বলেন, “অস্ট্রেলিয়ার জেফ থমসন, ডেনিস লিলিরাও জোরে বোলিং করতেন, ব্যাটসম্যানদের আহতও করতেন। কিন্তু আমার মনে হয় বাউন্সারের নিয়ম চালু হয় কৃষ্ণাঙ্গ বোলাররা বিধ্বংসী হয়ে উঠার কারণেই।”

145827357a0bc97e5b9025ee391614389ee33f8b46e60fc35715cf98b2f73b13bf88452bd

সত্তর- আশির দশকে ক্যারিবিয়ান বোলারদের দাপট ছিল বিশ্ব ক্রিকেটে। আইসিসির নিয়ম অনুযায়ী 1991 সালে ওভারে একটি করে বাউন্সার করার সুযোগ পেতেন বোলাররা। 1994 সালে সেই নিয়ম বদল করে দুটি বাউন্সার করার নিয়ম চালু হয়, কেউ নিয়ম ভাঙলে দু’রান পেনাল্টি দিতে হত। তবে 2012 সাল থেকে ওয়ান ডে এবং টেস্টে প্রত্যেক ওভারে দুটি করে বাউন্সার করার নিয়ম চালু হয়েছে এবং টিটোয়েন্টিতে প্রত্যেক ওভারে একটি বাউন্সার করার নিয়ম চালু হয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর