ফের হ্যাটট্রিক রোনাল্ডোর! ইউরো যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লিথুয়ানিয়াকে ৬-০ গোলে হারালো পর্তুগাল।

এসি মিলানের বিরুদ্ধে সিরিজ এ এর ম্যাচে কোচ মৌরিজিও তুলে নেন রোনাল্ডোকে, সেই সময় তাকে তুলে নেওয়ার ক্ষোভে ম্যাচ চলাকালীনই তিনি মাঠ ছেড়ে চলে যান। আর ইউরো কোয়ালিফায়ারের ম্যাচে নেমে সেই রাগই যেন সুদে আসলে মিটিয়ে নিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

ইউরো যোগ্যতা অর্জন পর্বে বৃহস্পতিবার লিথুয়ানিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল পর্তুগালের। পর্তুগালের কাছে এই ম্যাচ ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাটট্রিক করে দলের জয় এনে দিলেন বর্তমানে ফুটবল বিশ্বের নাম্বার ওয়ান তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর হ্যাটট্রিকের সুবাদে এই ম্যাচে লিথুয়ানিয়ার কে ছয় গোলে হারালো পর্তুগাল।

বৃহস্পতিবারের হ্যাটট্রিক করার সাথে সাথে নিজের ক্যারিয়ারের নবম হ্যাটট্রিক সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই সাথে আন্তর্জাতিক ফুটবলে 98 টি গোল করে ফেললেন রোনাল্ডো।

cristiano ronaldo portugal 2019 surgq47lf9ct1bk5tols9c8d4

এইদিন দল হিসেবে পুরো পর্তুগাল টিম দুর্দান্ত ফুটবল খেলেছে। রোনাল্ড হ্যাটট্রিক ছাড়াও এই ম্যাচে পর্তুগালের হয়ে বাকি তিনটি গোল করেন বার্নাদো সিলভা, গন্সালো প্যাসিয়েনসিয়া, এবং পিজ্জি। এইদিন ম্যাচ শুরু হওয়ার সাত মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল, পেনাল্টি থেকে নিজের এবং দলের প্রথম গোলটি করতে ভুল করেন নি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 22 মিনিটের মাথায় ফের গোল করে পর্তুগালকে 2-0 গোলে এগিয়ে দেয় সেই রোনাল্ডো।

ম্যাচের প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায় পর্তুগাল। এই ম্যাচে 65 মিনিটের মাথায় গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন রোনাল্ডো। এছাড়াও এই ম্যাচে পর্তুগালের বাকি গোল গুলি হল পিজ্জি (52 মিনিটে), বার্নাদো (56 মিনিট), সিলভা (63 মিনিট)। এই জয়ের ফলে 14 পয়েন্ট নিয়ে গ্রূপের দ্বিতীয় স্থানে রইল পর্তুগাল, এখনও তাদের একটা ম্যাচ বাকি আছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর