হুমকি দিচ্ছে অনুব্রত মণ্ডল, নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর উপাচার্যের

বাংলাহান্ট ডেস্কঃ ফের সংবাদের শিরোনামে বিশ্বভারতীর (Visva Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এবার অনুব্রত মণ্ডল হুমকি দিচ্ছেন বলে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠালেন তিনি। জানা যাচ্ছে, গত ২৪ মার্চ তিনি এই চিঠি পাঠান। অনুব্রত মণ্ডলের হুমকিতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করে কেন্দ্রীয় নিরাপত্তার দাবি করেন।

উল্লেখ্য, গত ২৩ মার্চ বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বসন্ত উৎসব ও পৌষমেলা বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে একটি গণ কনভেনশনের আয়োজন করা হয়েছিল। সেখানেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) । সেখান থেকে উপাচার্যকে ফের পাগল বলে কটাক্ষ করেছিলেন তিনি। এমনকি উপাচার্যকে উদ্দেশ্য করে এও বলেছিলেন যে, ‘নির্বাচন মিটে গেলে যে শিক্ষা আমরা দেব, তুমি সারাজীবন তা মনে রাখবে।’

অনুব্রত'র হুমকিতেই কী মুখ্যমন্ত্রী'র কাছে বিশ্বভারতীর আমন্ত্রণ পত্র? - thecalcuttamirror.com

তারপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এদিন চিঠিতে উল্লেখ করেন। যদিও প্রধানমন্ত্রীর (Narendra Modi) দফতর থেকে তার কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে সবসময়ই রাজ্যের তরফে প্রদান করা একজন স্বশস্ত্র নিরাপত্তারক্ষী থাকে।

প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakrabarty) সঙ্গে অনুব্রত মণ্ডলের সম্পর্ক কখনই ভালো ছিল না। জানিয়ে দি, পৌষমেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন। তারপর থেকে কখনও বিতর্কিত মন্তব্য বা কখনও অডিও ক্লিপ ভাইরালের মাধ্যমে সংবাদ চর্চায় উঠে এসেছেন। সেই ধারা এখনও অব্যাহত।

সম্পর্কিত খবর