উপত্যকায় ফের নিশানায় হিন্দুরা! কাশ্মীরি পণ্ডিতের উপর হামলা জঙ্গিদের, মৃত্যু হাসপাতালে

বাংলা হান্ট ডেস্ক : ফের রক্তাক্ত ভূস্বর্গ। টার্গেট কিলিং-র (Target Killing) জেরে খুন হলেন এক কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit)। রবিবাসরীয় সকালে পুলওয়ামায় সঞ্জয় শর্মা নামে ব্যাংকের এক নিরাপত্তা রক্ষীকে গুলি করে সন্ত্রাসবাদী। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। সেখানেই তিনি মারা যান। হামলার পরই পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় যৌথ বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে বাজার যাচ্ছিলেন সঞ্জয়। সেই সময়ই তাঁর উপরে অতর্কিত হামলা চালায় আততায়ীরা। এলাকায় হিন্দু পণ্ডিতদের উপরে হামলার মোকাবিলায় সশস্ত্র বাহিনী মোতায়েন করে প্রশাসন। এরপরও কী করে এমন হামলা হল খতিয়ে দেখা হচ্ছে।

চার মাসের মধ্যে হিন্দু পণ্ডিতের উপরে এটাই প্রথম হামলা। গত বছর একের পর এক হিন্দু পণ্ডিতরা ‘টার্গেট কিলিংয়ের’ শিকার হচ্ছিলেন। তিনজন কাশ্মীরি পণ্ডিত-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪ জন প্রাণ হারান। কাশ্মীরের নানা জায়গায় এই হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে দেখা যায় কাশ্মীরি পণ্ডিতদের।

jammu kashmir india pakistan border police gettyimages 1234709923

কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব হওয়ার পর গত কয়েক বছর ধরেই কাশ্মীরি পণ্ডিতদের ‘টার্গেট কিলিং’ বৃদ্ধি পেয়েছে। যে কোনও দিন খুন করতে পারে জেহাদিরা। লাগাতার দেওয়া হচ্ছে হুমকি। অভিযোগ, নিরাপত্তার নিশ্চিত করতে কোনও পদক্ষেপই করছে না প্রশাসন। ফলে আরও নিরাপত্তাহীনতায় ভুগছেন উপত্যকার সংখ্যালঘুরা।

গত বছর জম্মু ও কাশ্মীরে তিনজন কাশ্মীরি পন্ডিত সহ সংখ্যালঘু সম্প্রদায়ের ১৪ জনকে হত্যা করে জঙ্গিরা। রাজ্যসভায় সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই তথ্য জানিয়েছিলেন। রাই বলেন, কাশ্মীরি পন্ডিতদের টার্গেট করা হচ্ছে তাদের নিরাপত্তার উদ্বেগ তুলে ধরা হয়েছে একাধিক গণমাধ্যমে এবং সংখ্যালঘু মানুষজনের জীবন রক্ষার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর