অগ্নিপথ বিরোধী ভারত বনধের বিরুদ্ধে কড়া অবস্থান নবান্নর, প্রশাসনকে করা হল সতর্ক

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা দেশ জুড়ে। বিহার, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে চলছে হিংসাত্মক অবরোধ, বিক্ষোভ। আজ সোমবার অগ্নিপথ প্রকল্পে সোনা নিয়োগ পদ্ধতির বিরোধিতা করে ভারত বনধের ডাক দিয়েছে একাধিক সংগঠন। কিন্তু আশ্চর্যজনক ভাবে অদ্ভুত কুটনৈতিক অবস্থান নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হল বনধের কারণে কোনও রকম অসুবিধা সৃষ্টি হলে তা বরদাস্ত করবে না প্রশাসন।

গতকাল, রবিবার বিজ্ঞপ্তি জারি করে নবান্ন থেকেই স্বরাষ্ট্র দফতর তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন, থানা ও পুলিশকে। বনধের কারণে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তা দেখার জন্য বিশেষ সতর্ক থাকতে হবে প্রতিটি ডিভিশনের কমিশনার, জেলা পুলিশ সুপার ও আইসিকে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ কোনও বনধকেই সমর্থন করে না।’ তাই বনধ যাতে স্বাভাবিক জনজীবনকে বিপর্যস্ত না করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক থাকতে হবে থানাগুলিকেও। রাজ্য ও কেন্দ্রের প্রতিটি সরকারি দফতরে যেন যথেষ্ট নিরাপত্তা বজায় থাকে। পরিবহণের কোনও সমস্যা যাতে না হয় পথেঘাটে, সেদিকেও বিশেষ করে লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে।

গত ১৪ জুন নতুন অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্র সরকার। তার পরই অভিযোগ ওঠে, সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টা করছে প্রতিরক্ষা মন্ত্রক। শুরু হয় প্রতিবাদের ঢেউ। বিহারে ও মধ্যপ্রদেশে ভাঙচুর চালায় প্রতিবাদকারীরা। এমনকি পোড়ানো হয় ট্রেন ও সরকারি সম্পত্তিও।

পশ্চিমবঙ্গেও উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া, বনগাঁ মহকুমার ঠাকুরনগর এবং হাওড়া ব্রিজের ওপরেও বিক্ষোভ দেখায় প্রকল্পের বিরোধীরা। বিক্ষোভের জেরে বন্ধও হয় একাধিক ট্রেন। এই পরিস্থিতির মধ্যে বনধের ঘোষণায় শুরু থেকেই কড়া অবস্থান নিচ্ছে নবান্ন।

তবে নবান্নর এই কড়া অবস্থানকে ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন। অনেকেই প্রশ্ন তুলেছেন, পুলিশ, স্কুল ও কলেজ শিক্ষক সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরেই চুক্তি ভিত্তিক নিয়োগ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেখানে কেন্দ্রের চুক্তিভিত্তিক সেনা নিয়োগের বিরোধিতা করবে কিভাবে? অগ্নিপথ বিরোধী আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ভারতীয় সেনায় চাকরির স্বপ্ন দেখা বাংলার হাজার হাজার তরুণের কাছে যথেষ্ট হতাশার বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর