যোগীরাজ্যে ফের নাম বদল, এবার ‘জামা মসজিদ” মেট্রো স্টেশন পরিচিতি পাবে ‘মনকামেশ্বর” নামে

বাংলা হান্ট ডেস্কঃ আবারও নাম পরিবর্তন। এবার এক মেট্রো স্টেশনের। এবার আগ্রার ফতেহাবাদ রোডে মেট্রোর কাজ পরিদর্শন করতে গিয়ে বড় ঘোষণা করলেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।

এদিন তিনি ঘটনাস্থলে পৌঁছে জামা মসজিদ মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে মনকামেশ্বর রাখার নির্দেশ দিয়েছেন। প্রথমে আগ্রা ক্যান্টনমেন্টের বিধায়ক জিএস ধর্মেশ এই বিষয়ে নিজের পরামর্শ দেন এবং তাঁর পরামর্শে ভিত্তিতেই এবার দু’দিনের আগ্রা সফরে এসে উপমুখ্যমন্ত্রী এই নাম বদলের নির্দেশ নেন।

এছাড়াও তিনি এদিন তাজপুর গেট মেট্রো স্টেশনের রুট ম্যাপ সহ কিভাবে কাজ করলে উন্নতি হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আধিকারিকদের নির্দেশ দেন। মেট্রো পরিদর্শন করার সময় বিজেপি বিধায়ক জিএস ধর্মেশই সর্বপ্রথম জামা মসজিদ মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করার পরামর্শ দেন। এর পরেই খুব দ্রুত এ বিষয়ে নিজের মত প্রকাশ করে সেখানে উপস্থিত আধিকারিকদের নাম পরিবর্তনের নির্দেশ দেন উপমুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এ ব্যাপারে মেট্রোর আধিকারিকরাও তাদের সায় দিয়েছে।

এছাড়াও তাঁর দুই দিনের সফরে এদিন কেশব প্রসাদ মৌর্য পরবর্তীকালে ফতেহাবাদ এলাকায় পৌঁছান। সেখানে গ্রামীণ হাসপাতাল সহ স্কুল এবং রেশন দোকান গুলিতে তিনি পরিদর্শন করেন। পরবর্তীতে গবাদি পশুদের চারা খাওয়াতেও দেখা যায় উপমুখ্যমন্ত্রীকে। এরপর দোকান গুলিতে সরকারি যোজনা প্রসঙ্গেও মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। তবে এসব কিছুকেই ছাপিয়ে বর্তমানে মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করা নিয়ে শুরু হয়েছে নতুন এক বিতর্ক।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর