বাংলায় ফের লড়তে পারে মিম, কলকাতা এবং হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা করতে চলেছে ওয়াইসির দল

বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের পর এবার কলকাতা এবং হাওড়া পুরসভা ভোটে প্রার্থী দিতে চলেছে আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)-র অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (All India Majlis-E-Ittehadul Muslimeen) বা মিম (AIMIM)। কিছুদিনের মধ্যেই এমনটা ঘোষণা করতে চলেছে সূত্রের খবর।

নির্বাচনের লড়াই করার প্রস্তুতি নিতে শুরু করেছে মিম। জানা গিয়েছে, আগামী আগামী বুধবার অর্থাৎ ১৭ ই নভেম্বরই এবিষয়ে খোলাসা করবে মিম। দুই পুরসভার বাইরে আর কোথায় কোথায় প্রার্থী দেবে এবং কত আসনেই বা প্রার্থী দেবে, আবার একা কিংবা কোন দলের সঙ্গে জোট করবে কিনা, সব বিষয়েই জানাবে মিম।

asaduddin owaisi 1 1

বাংলায় বিধানসভা নির্বাচনের পূর্বে একগুচ্ছ পরিকল্পনা করে নির্বাচনে লড়াই করলেও, ফলাফল খুব একটা সুবিধাজনক হয়নি। আবার এই মিমকেই অনেকে ‘বিজেপির বি টিম’ বলেও কটাক্ষ করেছিল। বিরোধীদের ধারণা, নির্বাচনে মিম অংশ নিলে, আখেরে লাভ বিজেপিরই হবে।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের পূর্বে ফুরফুরা শরিফে গিয়ে প্রার্থনা করে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে একত্রে নির্বাচনে লড়াই করার বৈঠকও করেছিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। কিন্তু শেষ পর্যন্ত জোট গঠন হয়নি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে এক নতুন দল তৈরি করে বাম কংগ্রেসের সঙ্গে জোট করেন আব্বাস সিদ্দিকি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর