মহালয়ার দিনই কেমোথেরাপির তারিখ, এ বছরেও বাড়িতেই পুজো কাটাবেন ঐন্দ্রিলা

বাংলাহান্ট ডেস্ক: গত বছর ছিল করোনার চোখরাঙানি। এ বছরেও রয়ে গিয়েছে তা। কিন্তু তার থেকেও বেশি উদ্বেগজনক ঐন্দ্রিলা শর্মার (aindrila sharma) অসুস্থতা। চলতি বছরের শুরুতেই ক‍্যানসার আক্রান্ত হয়েছেন তিনি। অস্ত্রোপচার সফল হলেও দফায় দফায় চলছে কেমোথেরাপি। তাই এ বছরের পুজোটাও বাড়িতে বসেই কাটবে অভিনেত্রীর।

আগামী ৬ অক্টোবর মহালয়া। ওইদিনই কেমোথেরাপির তারিখ পড়েছে ঐন্দ্রিলার। তাই কিছুটা ভয়ে ভয়ে আছেন তিনি। যদি পুজোর সময়ে অসুস্থ হয়ে পড়েন? তবে আনন্দবাজার অনলাইনকে ঐন্দ্রিলা জানালেন, এ বছরে যদি মজা না ও হয় তাহলেও কুছ পরোয়া নেই। আসছে বছর আবার হবে।

IMG 20210927 165849
এই ঐন্দ্রিলাই নাকি গত বছরের আগে পর্যন্ত পুজোয় বাড়িতে থাকতে চাইতেন না। অভিনেত্রীর দেশের বাড়ি মুর্শিদাবাদে পুজো হয়। সপরিবারে সেখানেই কাটাতেন পুজোর কটা দিন। সারাদিন বন্ধুদের সঙ্গে বাইরে বাইরেই ঘুরে কাটত তাঁর। মাঝে শুধু পোশাক বদলানোর জন‍্য বাড়িতে আসতেন। কিন্তু করোনা বদলে দিয়েছে সবটাই।

এ বছরে তাই বাবা মা, দিদি, বন্ধু বান্ধবদের সঙ্গে বাড়িতেই জমিয়ে আড্ডা দেবেন বলে জানালেন ঐন্দ্রিলা। সঙ্গে প্রেমিক সব‍্যসাচী চৌধুরী তো আছেই। তিনিই নাকি ঐন্দ্রিলার প্রথম প্রেম। পুজোর কদিন দিদির হাতের ভালমন্দ কিছু রান্নাও খাওয়া হবে বলে জানালেন ঐন্দ্রিলা।

IMG 20210927 170009
আর পুজোর শপিং? সব‍্যসাচী পুজোয় কী দিলেন? অভিনেত্রী জানান, একটি হলুদ রঙের কুর্তি দিয়েছেন তিনি। এছাড়াও আত্মীয় স্বজনদের থেকেও জামাকাপড় পেয়েছেন। সব‍্যসাচীকে তিনি আবদার করেছেন, শরীর একটু ভাল থাকে তবে ফাঁকায় ফাঁকায় কয়েকটা প‍্যান্ডেলে একটু ঢুঁ মারবেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর