উড়তে উড়তে মাঝ আকাশে খুলে গেল বিমানের চাকা, চিকিৎসক-রোগীকে নিয়ে মুম্বাইয়ে এমার্জেন্সি ল্যান্ডিং

বাংলাহান্ট ডেস্কঃ মাঝ আকাশেই খুলে পড়ল বিমানের একটি চাকা। তড়িঘড়ি এমার্জেন্সি ল্যান্ডিং করিয়ে নামানো হল বিমান। রক্ষা পেলেন বিমান মধ‍্যস্থ যাত্রীরা। চালকের তৎপরতায় বৃহস্পতিবার রাত ৯ টা বেজে ৯ মিনিট নাগাদ মুম্বই এয়ারপোর্টে বিমানটি নামানো সম্ভব হয়।

সূত্রের খবর, VT – JIL এয়ারক্র্যাফ্টটি চিকিৎসক, রোগীর আত্মীয় সহ দু-জন বিমানকর্মী নিয়ে নাগপুর থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল। কিন্তু বিমান যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই বোঝা যায় বিমানের যন্ত্রাংশে ত্রুটি রয়েছে। এর কিছুক্ষণ পরই মাঝ আকাশেই বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। যাত্রীদের প্রাণ সংশয় দেখা দেওয়ায় বিমানটি জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই কাজ খুব একটা সহজ ছিল না। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় বিমানটিকে অবতরণ করানো হয়। এবিষয়ে বিমানচালক কেশরী সিং জানিয়েছেন, ‘মাঝ আকাশে যখন বিমানের চাকা খুলে পড়ে যায়, তখনই বিমানটিকে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অনেকটা জ্বালানির প্রয়োজন সেটাও বোঝা গেছিল। বেলি ল্যান্ডিংয়ের কথা ভাবলেও, রানওয়ের কোনও ক্ষতি হয় কিনা সেটা ভাবছিলাম। তবে সবকিছু শেষে ঠিক হয়ে যায়।’।

আধা সামরিক বাহিনী ও বিমানবন্দর কর্মীদের যৌথ তৎপরতায় বিমানটিকে অবশেষে বৃহস্পতিবার রাত ৯ টা বেজে ৯ মিনিট নাগাদ মুম্বই এয়ারপোর্টে বিমানটি নামানো সম্ভব হয়। অবতরণের জন্য বেলি ল্যান্ডিংয়ের পরিকল্পনা করেন বিমানচালক। চাকা ভেতরে না ঢুকিয়েই বিমানটিকে মাটিতে নামানোর পরিকল্পনা করা হয়। আর সেই মত রানওয়েতে ফোমের বন্দোবস্ত করে সুরক্ষিত ভাবেই বিমানটিকে নামানো হয়। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর