3G পরিষেবা বন্ধ করল এয়ারটেল

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় আর 3G ইন্টারনেট পরিষেবা দেবে না এয়ারটেল। এমনটাই জানানো হচ্ছে এই টেলিকম সংস্থার তরফ থেকে। গতকাল সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, এবার থেকে কেবলমাত্র 4G নেটওয়ার্কেই ব্রডব্যান্ড পরিষেবা পাওয়া যাবে।

2dc04 airtelতবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সার্কেলে আপতত চালু থাকবে 3G পরিষেবা। ফিচার ফোন গ্রাহকদের জন্য কলকাতায় 2G পরিষেবাও আপতত অব্যাহত রাখছে এয়ারটেল। তবে যারা 3G সিম ব্যবহার করে সেই গ্রাহকদের শীঘ্রই 4G সিম নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সংস্থার তরফ থেকে।


সম্পর্কিত খবর