ঘুম উড়বে Jio-Vi-র! Airtel-এর এই সস্তার প্ল্যানে সারা বছর জুড়ে মিলবে ডেটা ও কলিং সহ একাধিক সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল Airtel। ইতিমধ্যেই এই সংস্থা দেশে 5G পরিষেবা শুরু করেছে। শুধু তাই নয়, যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান সামনে নিয়ে আসছে Airtel। যেগুলি ইতিমধ্যেই জনপ্রিয়তাও অর্জন করেছে।

মূলত এই কোম্পানি গ্রাহকদের বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান উপলব্ধ করে। কোম্পানির পোর্টফোলিওতে বিভিন্ন দামের এবং মেয়াদের প্ল্যান উপস্থিত রয়েছে। শুধু তাই নয়, এমন কিছু প্ল্যান রয়েছে যেগুলি এক বছরের ভ্যালিডিটিও প্রদান করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Airtel মোট তিনটি 365 দিনের বৈধতা যুক্ত প্ল্যান গ্রাহকদের জন্য নিয়ে এসেছে।

সবথেকে সস্তার প্ল্যান: যেগুলির সবথেকে সস্তার প্ল্যানটির দাম হল 1799 টাকা। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা এক বছরের জন্য ডেটা এবং কলিংয়ের সুবিধা পান। এছাড়াও, প্ল্যানটিতে ব্যবহারকারীরা দৈনিক 100 টি SMS পেয়ে যাবেন। পুরো প্ল্যানটিতে মোট 3600 টি SMS-এর সুবিধা মিলবে।

কত ডেটা মিলবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই রিচার্জে পুরো ভ্যালিডিটির জন্য ব্যবহারকারীরা 24 GB ডেটা পাবেন। অর্থাৎ, সমগ্ৰ বছরের জন্য ব্যবহারকারীরা এই পরিমাণ ডেটা ব্যবহার করতে পারবেন। তবে, আপনি চাইলে অবশ্যই আলাদা ডেটা বুস্টার কিনতে পারেন। এদিকে মাথায় রাখতে হবে যে, ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর প্রতি MB-র জন্য 50 পয়সা খরচ করতে হবে।

তবে, এই প্ল্যানে কিছু অতিরিক্ত সুবিধাও মিলবে। ব্যবহারকারীরা এটির মাধ্যমে Apollo 24/7-এর তিন মাসের ফ্রি অ্যাক্সেস পাবেন। এছাড়াও ফ্রি হ্যালো টিউন এবং Wynk Music-এরও ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে। মূলত, এই প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য একদম উপযুক্ত যাঁরা ডেটা কম ব্যবহার করে কলিংয়ের সুবিধা নিতে চান।

airtel reply 660 042919055157

পাশাপাশি, SMS -এর সুবিধাও এখানে উপলব্ধ থাকে। এদিকে এই প্ল্যানটি ছাড়াও গ্রাহকেরা 2999 এবং 3359 টাকার প্ল্যানেও 365 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এই প্ল্যানগুলিতে যথাক্রমে গ্রাহকেরা প্রতিদিন 2 GB এবং 2.5 GB ডেটা ব্যবহার করতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর