Airtel ব্যবহারকারীদের জন্য সুখবর! কম দামে ১.৫ জিবি ডেটা প্রতিদিন

বাংলাহান্ট ডেস্কঃ বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও (jio)। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল (airtel) সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে।

one airtel plan combines postpaid dth mobile data 1584594189

ভারতের অন্যতম প্রধান টেলকম সংস্থা এয়ারটেল এবার কম দামে একটি দারুন প্রিপেইড প্ল্যান আনল। মাত্র ২৮৯ টাকার এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কলের সাথে ১.৫ জিবি ডেটা প্রতিদিন। সাথে রোজ ১০০ টি এসএমএস। রয়েছে ৯৯ টাকা দামের জি৫ এর সাবস্ক্রিপশন ফ্রি। বৈধতা ২৮ দিন।

তাই এই মুহূর্তে প্রত্যেকেরই অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি ডেটা খরচ হচ্ছে।আপনি যদি নিজের ডেটা প্ল্যানে সন্তুষ্ট না থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এয়ারটেলের পক্ষ থেকে দারুন উপহার।

এয়ারটেল একটি নতুন প্ল্যান এনেছে। সংস্থার নতুন অ্যাড-অন প্ল্যানটির দাম 100 টাকা, এতে গ্রাহকরা 15 জিবি অতিরিক্ত ডেটা পাবেন। এছাড়া সংস্থার আরো একটি প্ল্যান রয়েছে যার দাম দাম 200 টাকা, যাতে গ্রাহকদের অতিরিক্ত 35 জিবি ডেটার সুবিধা দেওয়া হচ্ছে।

এছাড়াও, এয়ারটেলের 298 টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন 2 জিবি করে ডাটা পাওয়া যায়।পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়। বৈধতা 28 দিন।

এয়ারটেলের 399 টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন 3 জিবি করে ডাটা পাওয়া যায়। পাশাপাশি পাওয়া যায় আমাজন প্রাইম এর সদস্যপদ।যার বৈধতা 56 দিন পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়

এয়ারটেলের 449 টাকা রিচার্জ প্ল্যানটিতে প্রতিদিন 2 জিবি করে ডাটা পাওয়া যায়।পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়।বৈধতা 56 দিন।

449 টাকার মত 498 টাকার প্ল্যানেও প্রতিদিন 2 জিবি করে ডাটা পাওয়া যায়।পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন 100 টি করে এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যায়।কিন্তু এই প্ল্যানের বৈধতা 84 দিন

সম্পর্কিত খবর