সবার সামনে শ্বশুরকে জড়িয়ে ধরে চকাস চুমু, গাল ধরে টানাটানি! ঐশ্বর্যর কাণ্ডে লজ্জায় লাল অমিতাভ

বাংলাহান্ট ডেস্ক: যবে থেকে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে, তবে থেকে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন বিশ্বসুন্দরীর নানান ভিডিওর ছড়াছড়ি। ঐশ্বর্যর নতুন, পুরনো ভিডিও আবারো ভাইরাল হচ্ছে। কোথাও তাঁকে দেখা যাচ্ছে, অভিষেক আর নভ্যা নভেলি নন্দার উপরে রেগে চোখ পাকাতে, আবার কোথাও শ্বশুর অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) জড়িয়ে ধরে চুমু খেতে। অ্যাশ-এর কাণ্ডকারখানা দেখে হতভম্ব নেটিজেনরা।

বিশ্বসুন্দরীর প্রতিযোগিতা জেতার পর বলিউডে পা রাখেন ঐশ্বর্য। বরাবরই ভদ্র, নম্র ব্যবহারের জন্য অনুরাগীদের কাছে প্রিয় হয়ে থেকেছেন তিনি। কিন্তু ঐশ্বর্যর যে আরো একটা দিক আছে তা অনেকেই দেখেননি। একবার সকলের সামনে অমিতাভকে লজ্জায় ফেলে দিয়েছিলেন তিনি। সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঐশ্বর্য রাই বচ্চন,অমিতাভ বচ্চন,ভিডিও,ভাইরাল ভিডিও,ট্রোল,aishwarya rai bachchan,amitabh bachchan,video,viral video,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিকদের সামনে অমিতাভকে দেখিয়ে ঐশ্বর্য বলছেন, ‘উনিই সেরা’। বলেই শ্বশুরমশাইকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসেন তিনি। এখানেই থামেননি তিনি। আবারো অমিতাভের গাল টিপে তাঁকে জড়িয়ে ধরেন ঐশ্বর্য। এদিকে বৌমার কাণ্ডে দৃশ্যতই লজ্জায় লাল বিগ বি। স্পষ্টতই অস্বস্তিতে পড়েছিলেন তিনি।

ভিডিওটি আবারো ভাইরাল হতে নেটিজেনরাও নানান মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। একজন লিখেছেন, রণবীর সিং এর মতো মানুষও শ্বশুর প্রকাশ পাডুকোনের সামনে ধীরস্থির ভাবে থাকেন। কিন্তু ঐশ্বর্যকে দেখে মনেই হচ্ছে না যে তিনি সুস্থ আছেন। আবার আরেকজন লিখেছেন, অমিতাভকে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি অস্বস্তিতে পড়েছেন। অনেকের মতে আবার ঐশ্বর্য অমিতাভকে নিজের বাবার মতোই দেখেন। তাই এতটা সহজ হতে পেরেছেন বিগ বির পাশে।

amitabh bachchan cooking

প্রসঙ্গত, অনেকদিন পর আবারো সিনেমায় ফিরেছেন ঐশ্বর্য। তাঁকে শেষবার দেখা গিয়েছিল পন্নিয়িন সেলভন ১ ছবিতে। এই ছবির দ্বিতীয় অংশের জন্য শুটিংও শুরু হয়ে গিয়েছে বলে খবর। অন্যদিকে অমিতাভকে দেখা যাবে প্রোজেক্ট কে ছবিতে।